নয়াদিল্লি: দেশজুড়ে যখন পেঁয়াজের বেলাগাম দামের গেরোয় চূড়ান্ত বিপাকে পড়েছে দেশের জনতা, ঠিক তখন সংসদে দাঁড়িয়ে দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, তিনি পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে বেশি চিন্তিত নন৷ কারণ তাঁর পরিবার খুব একটা পেঁয়াজ ব্যবহার করেন না৷ এই নিয়ে কম বিতর্ক হয়নি৷ এবার পেঁয়াজের দাম বৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী জানিয়ে দিলেন, দাম কমছে পেঁয়াজের৷
আজ শুক্রবার বিকালে সাংবাদিক বৈঠক করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ‘‘পেঁয়াজের দাম বেশ কয়েকটি জায়গায় কমতে শুরু করেছে৷ নতুন করে দাম বাড়েনি৷ ধীরে ধীরে নিচের দিকে নামছে৷ আমরা প্রায় প্রতি ১-২ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে পর্যালোচনা করছি৷ আমদানি সংক্রান্ত সমস্যা কীভাবে সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা চলছে৷পেঁয়াজ দ্রুত পচনশীল পণ্য৷ কিছু জায়গায় বৃষ্টি, বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন কমে গিয়েছে৷ ফলে, দাম বেড়ে গিয়েছে৷ সরকার দ্রুত বাজারে পেঁয়াজ আমদানি করবে৷’’
অন্যদিকে, আগামী ২৭ ডিসেম্বর থেকে পেঁয়াজের দাম কিছুটা কমবে বলে আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টনমন্ত্রী রামবিলাস পাসোয়ান৷ মন্ত্রী জানিয়েছেন, ২৭ তারিখের মধ্যে বাজারে পেঁয়াজের জোগান বাড়বে৷ তাতে সমস্যা কিছুটা কমবে৷ বিদেশ থেকে আরও পেঁয়াজ আনার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন পাসোয়ান৷ ১৫ হাজার মেট্রিক টন পেঁয়াজের জন্য গ্লোবাল টেন্ডার ডাকা হয়েছে বলে খবর৷ সব ঠিকঠাক থাকলে ২৭ তারিখের মধ্যে বাজারে পেঁয়াজের জোগান বাড়বে বলেও জানিয়েছেন তিনি৷