NPS থেকেই ১.৫০ লক্ষের পেনশন! কত টাকা রাখতে হবে?

NPS থেকেই ১.৫০ লক্ষের পেনশন! কত টাকা রাখতে হবে?

3 stocks recomended

কলকাতা: NPS হল অবসর গ্রহণের জন্য একটি বিশেষ বিনিয়োগ পরিকল্পনা৷ যা PFRDA এবং কেন্দ্রীয় সরকারের আওতাভুক্ত। এই পেনশন স্কিমে শুধুমাত্র ১৮ বছর বয়স থেকে যোগ দেওয়া যাবে৷ কেউ যদি ৩০ বছর বয়সে বিনিয়োগ শুরু করেন, তাহলে NPS-এ বিনিয়োগ হবে ২০ হাজার টাকা। এর পরে, ৩০ বছরে মোট বিনিয়োগ হবে ৭২ লক্ষ টাকা। এতে বছরে ১০ শতাংশ হারে আনুমানিক রিটার্ন হবে ৪,৫৫,৮৬,৫০৭ টাকা। এতে পেনশন হিসেবে পাওয়া যাবে ১.৫২ লক্ষ টাকা। কর সুবিধা -আয়কর আইন অনুসারে, এই স্কিমে বিনিয়োগের জন্য ১.৫ লক্ষ টাকার সীমা পর্যন্ত অবদান ৮০সি এর অধীনে কর সুবিধা পায়। যেখানে ধারা ৮০সিসিডি-এর অধীনে ডিডাকশন ছাড়াও, গ্রাহকদের টায়ার ১ কন্ট্রিবিউশনের জন্য ৫০ হাজার টাকা পর্যন্ত কাটানোর অনুমতি দেওয়া হয়।
ভিও
NPS অ্যাকাউন্টের জন্য ইক্যুইটি এক্সপোজারের সীমা ৭৫ শতাংশ থেকে ৫০ শতাংশ। সরকারি কর্মচারীদের জন্য এই সীমা ৫০ শতাংশ। নির্দিষ্ট সীমার মধ্যে, যে বছরে বিনিয়োগকারীরা ৫০ বছর বয়সে পৌঁছন, সেই বছর থেকে ইক্যুইটির অংশ প্রতি বছর ২.৫ শতাংশ হ্রাস পাবে। তবে, ৬০ বছর বা তার বেশি বয়সী বিনিয়োগকারীদের জন্য, এই সীমা ৫০ শতাংশে স্থির করা হয়েছে। এটি বিনিয়োগকারীদের স্বার্থে ঝুঁকি-রিটার্ন সমীকরণকে স্থিতিশীল করে। যার অর্থ হল কর্পাস ইক্যুইটি বাজারের অস্থিরতা থেকে কিছুটা হলেও সুরক্ষিত। 

তাই অবসরের জন্য পরিকল্পনা করে থাকলে খুব বেশি দেরি না করাই ভালো৷ বেশি দেরি হলে অবসর তহবিল গড়ে তুলতে সমস্যার সৃষ্টি হয়। অতএব, সময়ের আগে আরও ভাল অবসরের জন্য পরিকল্পনা করা নিশ্চিত করতে হবে। কারণ যদি নিয়মিত আয় কম হয় বা কাজ না করার সময় ও অবসর গ্রহণের ব্যবস্থা না করা হয়, তাহলে অনেক সমস্যা সম্মুখীন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + five =