নাবালকদের জন্য পেনশন প্রকল্প চালু করল কেন্দ্র, রয়েছে শেয়ার,বন্ডে বিনিয়োগের সুযোগ!

NPS Vatsalya Scheme নয়াদিল্লি: নিরাপদে থাক দেশের  প্রতিটি বালক৷ দেশের প্রতিটি নাগরিকের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তৎপর কন্দ্র৷ সকলকে পেনশনের আওতায় আনতে বাজেটে এনপিএস বাৎসল্য প্রকল্পের…

NPS Vatsalya Scheme

NPS Vatsalya Scheme

নয়াদিল্লি: নিরাপদে থাক দেশের  প্রতিটি বালক৷ দেশের প্রতিটি নাগরিকের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তৎপর কন্দ্র৷ সকলকে পেনশনের আওতায় আনতে বাজেটে এনপিএস বাৎসল্য প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার সেই প্রকল্পই আনুষ্ঠানিকভাবে চালু করা হল৷ এই প্রকল্পের উদ্বোধন করলেন খোদ অর্থমন্ত্রী৷ জাতীয় পেনশন প্রকল্পে (এনপিএস) অভিভাবকেরা তাঁদের নাবালক সন্তানের ভবিষ্যত সুরক্ষিত করতে অর্থ সঞ্চয় করতে পারবেন। সন্তান সাবালক হওয়ার সঙ্গে সঙ্গে সেটি বদলে যাবে সাধারণ এনপিএসে।  (NPS Vatsalya Scheme)

এনপিএস প্রকল্প কী? NPS Vatsalya Scheme

এনপিএস ঠিক কী? কী ভাবে এখানে টাকা জমানো যায়? সন্তানের ১৮ বছর না হওয়া পর্যন্ত তাঁদের অভিভাবকেরা বছরে ন্যূনতম ১০০০ টাকা করে জমা করবেন। অ্যাকাউন্ট খোলার সময়েও সম পরিমাণ অর্থ দিতে হবে৷ সঞ্চিত পুঁজি শেয়ার ও ঋণপত্র বা বন্জে বিনিয়োগ করা যাবে। অভিভাবকরা তাঁদের পছন্দমতো সংস্থা বেছে নিয়ে পারবেন। কোনও বিকল্প বেছে না নিলে, নির্দিষ্ট একটি প্রকল্পে পুঁজি জমা হবে। সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর চাইলে তহবিল তুলে নেওয়া যাবে৷ না হলে অ্যানুইটি কিনে পেনশনের ব্যবস্থাও করা যাবে। কেউ চাইলে প্রকল্পটি ৬০ বছর বয়স পর্যন্ত চালাতে পারবেন৷ ব্যাঙ্ক, পোস্টঅফিসে গিয়ে কিংবা অনলাইনে এনপিএস বাৎসল্য কেনা যাবে।

আরও পড়ুন-

বৃহস্পতিবার কেমন থাকতে পারে NIFTY ও BANK NIFTY

অক্টোবর থেকে পাবে এই সুবিধা | UPI Lite

 

Business: Secure your child’s future with NPS Vatsalya Scheme. Announced by Finance Minister Nirmala Sitharaman, this scheme allows parents to save for their minor children, converting to a regular NPS upon adulthood. Learn how to invest and secure your child’s financial future.