বিজ্ঞপ্তি না দিয়ে রান্নার গ্যাসের ভর্তুকি কমাল কেন্দ্র

নয়াদিল্লি: আরও এক দফায় রান্নার গ্যাসের ভর্তুকি কমাল কেন্দ্র৷ চুপিসারে অন্তত কুড়ি টাকা কমানো হয়েছে বলে খবর৷ চলতি মাস থেকেই নয়া হার কার্যকর হচ্ছে বলে জানা গিয়েছে৷ কিছু না জানিয়ে ভর্তুকি কমানোর ঘটনোর সিদ্ধান্তে কারচুপির অভিযোগ তুলেছেন গ্রাহকদের একাংশ৷ ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসে ভর্তুকি কমায় এই মাসেই গ্রাহকদের অ্যাকাউন্টে ভর্তুকি ঢুকেছে ৭৪ টাকার কাছাকাছি৷ উজ্জ্বলা যোজনায়

3 stocks recomended

বিজ্ঞপ্তি না দিয়ে রান্নার গ্যাসের ভর্তুকি কমাল কেন্দ্র

নয়াদিল্লি: আরও এক দফায় রান্নার গ্যাসের ভর্তুকি কমাল কেন্দ্র৷ চুপিসারে অন্তত কুড়ি টাকা কমানো হয়েছে বলে খবর৷ চলতি মাস থেকেই নয়া হার কার্যকর হচ্ছে বলে জানা গিয়েছে৷ কিছু না জানিয়ে ভর্তুকি কমানোর ঘটনোর সিদ্ধান্তে কারচুপির অভিযোগ তুলেছেন গ্রাহকদের একাংশ৷

ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসে ভর্তুকি কমায় এই মাসেই গ্রাহকদের অ্যাকাউন্টে ভর্তুকি ঢুকেছে ৭৪ টাকার কাছাকাছি৷ উজ্জ্বলা যোজনায় গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকেছে ৯৪টাকা৷ কিন্তু কোনও আগাম ঘোষণা ছাড়াই হঠাৎ ভর্তুকি কমল? এই নিয়ে কারচুপির গন্ধ পাচ্ছেন গ্রাহকদের একাংশ৷ কেননা গ্রাহকদের অনেকেই ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট ভর্তুকির টাকা পাচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে। চলতি মাস থেকেই সিলিন্ডারের রসিদে কোন ভর্তুকির অংক লেখা না থাকায় সমস্যা আরও জটিল আকার ধারণ করেছে৷ কারণ গ্রাহকরা জানতেই পারছেন না আদতে কত টাকা ভর্তুকি পাচ্ছেন৷ আর তাতেই রসিদে উল্লেখ করা দামেই সিলিন্ডার সংগ্রহ করতে হচ্ছে গ্রাহকদের৷

গ্রাহকদের অনেকের অভিযোগ, চলতি মাসের ৭৪ টাকা ভর্তুকি ঢুকলেও গত মাসে ১৬৫ টাকা ভর্তুকি মিলেছিল৷ কিন্তু আগস্টে হঠাৎ কেন এই কম ভর্তুকি ঢুকলো? তা নিয়েও গ্রাহকদের মধ্যে তৈরি হয়েছে প্রশ্ন৷ গ্রাহকদের হিসাব বলছে, এবার ভর্তিকি বাবদ এবার ৬১ টাকা কম ঢুকেছে৷ কিন্তু, ১০০ টাকার আশপাশে ঢোকার কথা থাকলেও তা হয়নি বলে অভিযোগ গ্রাহকদের৷ কেন ৭৪ টাকা ভর্তুকি বাবদ ঢুকল তারও উত্তর মিলছে না বলেও অভিযোগ গ্রাহকদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =