বিভাজনে বিশ্বাসী নয় বাংলা, দিঘার বাণিজ্য বৈঠকে বার্তা মমতার

তমলুক: দিঘার নবনির্মিত কনভেনশন সেন্টারে বুধবার বেঙ্গল বিজনেস কনক্লেভের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২ দিনের এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন বিশ্বের ৩৫টি দেশের প্রতিনিধিরা৷ রাজ্যের শিল্পোন্নয়নে এদিন উদ্বোধনী ভাষণে রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে একাধিক প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ বলেন, জাতীয় ক্ষেত্রে অন্যান্য রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গ যেখানে অনেক ক্ষেত্রেই এগিয়ে৷ দেশের মধ্যে পশ্চিমবঙ্গই উন্নয়নের দিশারী বলে

3 stocks recomended

বিভাজনে বিশ্বাসী নয় বাংলা, দিঘার বাণিজ্য বৈঠকে বার্তা মমতার

তমলুক: দিঘার নবনির্মিত কনভেনশন সেন্টারে বুধবার বেঙ্গল বিজনেস কনক্লেভের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২ দিনের এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন বিশ্বের ৩৫টি দেশের প্রতিনিধিরা৷ রাজ্যের শিল্পোন্নয়নে এদিন উদ্বোধনী ভাষণে রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে একাধিক প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷

বলেন, জাতীয় ক্ষেত্রে অন্যান্য রাজ্যগুলির তুলনায় পশ্চিমবঙ্গ যেখানে অনেক ক্ষেত্রেই এগিয়ে৷ দেশের মধ্যে পশ্চিমবঙ্গই উন্নয়নের দিশারী বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, বিগত কয়েক বছরে বাংলার প্রভূত উন্নতি হয়েছে সেক্ষেত্রে বাংলা এখন বিনিয়োগকারীদের গন্তব্য৷ দেশে যখন শিল্পোৎপাদনের হার তলানিতে তখন বাংলায় শিল্পে বৃদ্ধির হার বেড়েছে৷ অর্থনীতির উপর নির্ভর করেই শিল্প গড়ে ওঠে৷ সেক্ষেত্রে দেশের মধ্যে দারিদ্র্যের হার কমাতে দেশের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে৷ দেশে ৪৫ বছরের ইতিহাসে যখন বেকারত্বের হার সর্বাধিক, সেখানে বাংলায় বেকারত্বের হার ৪০শতাংশ পর্যন্ত কমেছে৷

বাণিজ্যের জন্য এদিন মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ওপর জোর দিয়েছেন তিনি৷ শিল্পের জন্য বাংলায় সমস্ত রকম সুযোগ সুবিধা আছে বলেও বিদেশি শিল্প প্রতিনিধিদের আশ্বাস দেন তিনি৷ বাণিজ্যের ক্ষেত্রে সুবিধের জন্য রাস্তাঘাট থেকে শুরু করে বন্দর গুলির উন্নয়নে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মমতা৷

বিশ্ববাণিজ্য সম্মেলনেও মুখ্যমন্ত্রী বলেন ‘বিভাজনে বিশ্বাসী নয় বাংলা’৷ একইসঙ্গে দেশ তথা বাংলায় বৈচিত্রের মধ্যে ঐক্য কথাটিও মনে করিয়ে দেন৷ প্রধানমন্ত্রীর এন আর সি ইস্যুকে ইঙ্গিত করেই বিষয়টি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ জাতি-ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ একসঙ্গে কাজ করলে দেশ তথা রাজ্যের উন্নয়নের পথ সহজ হবে বলেও এদিনের ভাষণে বুঝিয়ে দেন মমতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 5 =