দেশের অর্থনীতিতে নোবেল জয়ীর খোঁচা, গর্বিত মোদি দিলেন বার্তা

কলকাতা, নয়াদিল্লি: সস্ত্রীক নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী তরফে শুভেচ্ছা বার্তা পাঠানো হলেও দেশের অর্থনীতির হাল নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সদ্য নোবেলজয়ী বাঙালি গবেষকর৷ এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী অর্থনীতিবীদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, দেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট হতে পারছেন না৷ তাঁর মতে, গত ৭-৮ বছরে বেকারত্ব থাকা

3 stocks recomended

দেশের অর্থনীতিতে নোবেল জয়ীর খোঁচা, গর্বিত মোদি দিলেন বার্তা

কলকাতা, নয়াদিল্লি: সস্ত্রীক নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী তরফে শুভেচ্ছা বার্তা পাঠানো হলেও দেশের অর্থনীতির হাল নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সদ্য নোবেলজয়ী বাঙালি গবেষকর৷

এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী অর্থনীতিবীদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, দেশের অর্থনীতির পরিস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট হতে পারছেন না৷ তাঁর মতে, গত ৭-৮ বছরে বেকারত্ব থাকা সত্ত্বেও দেশের বৃদ্ধির হার ঠিকঠাক ছিল৷ এখন ভারতের অর্থনীতিতে অবস্থায় সন্তোষজনক নয়৷ বর্তমান পরিস্থিতিতে ভারতের অর্থনীতি টলমল করছে বলেও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ৷

তবে দেশের অর্থনীতির প্রসঙ্গে নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় খোঁচা দিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে নিয়ে অভিনন্দন জানিয়েছেন৷ বলেছেন, ‘‘তিনি দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন৷ নোবেল জেতার জন্য আমি তাঁকে অভিনন্দন জানাই৷’’

আজ নোবেল কমিটির তরফ অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়৷ সেখানে তিন জনের যুগ্ম তালিকায় নাম রয়েছে বাংলার গবেষক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম৷ তালিকায় রয়েছে অভিজিৎবাবুর স্ত্রী এসথার ডুফলো ও মাইকেল কার্মারের নাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + sixteen =