কর মেটাতে আর ছুটতে হবে না দপ্তরে, নয়া পরিষেবা চালু নবান্নের

কর মেটাতে আর ছুটতে হবে না দপ্তরে, নয়া পরিষেবা চালু নবান্নের

imagesmissing

কলকাতা: দিনে দিনে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে নজিরবিহীন উন্নতি করছে রাজ্য সরকারের বিভিন্ন দফতর৷ সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশে ও আনুকূল্যে অর্থ দফতর গ্রহীত পদক্ষেপটি তার মধ্যে অন্যতম৷ জানা গিয়েছে, এখন থেকে রাজ্য সরকারকে বিভিন্ন কর, ফি ইত্যাদি প্রদান করার জন্য সাধারণ মানুষকে আর তাঁদের রোজের নির্দিষ্ট কাজ ফেলে রেখে এই অফিসে ছোটাছুটি করতে হবে না৷ এবার থেকে অনলাইন রাজ্য সরকারকে বিভিন্ন কর ও ফি দিতে পারবে সাধারণ মানুষ৷

রাজ্য অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে একটি মোবাইল অ্যাপ চালুর ঘোষণা করেছে৷ যার মাধ্যমেই এই আর্থিক লেনদেন করা যাবে৷ অ্যাপটির নাম গ্রিপস্‌ ( গর্ভমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেম)। ব্লিউবিআইএফএমএস মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে শুধু যে কর বা ফি প্রদান করা যাবে তাই নয়, সেই অর্থ জমা পরেছে কি না সেটাও জানা যাবে৷ একই সঙ্গে কর বা ফি প্রদান করার সঙ্গে সঙ্গে পাওয়া যাবে তার রসিদ৷

662010e9d8ac6cceb19850501bcf67d9

মোবাইলে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর কতগুলি সহজ পদ্ধতি অনুসরণ করলেই অনলাইনে কর প্রদানের এই উপযোগ নিতে পারবেন সাধারণ জনতা৷ রাজ্য সরকারের প্রযুক্তি নির্ভর এই অভিনব পদক্ষেপ গ্রহণের ফলে স্বয়ং রাজ্যপালও বেজায় আনন্দিত বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *