বাংলায় লোডশেডিং হয় না, দিঘায় শিল্প বার্তা মুখ্যমন্ত্রীর

তমলুক: দিঘায় বাণিজ্য বৈঠকের দ্বিতীয় দিনে ফের একবার বিনিয়োগের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের লক্ষ্যে লগ্নিকারীদের আহ্বান মুখ্যমন্ত্রীর৷ বাংলায় বিনিয়োগের জন্য শিল্পপতিদের কাছে ফের উন্নয়নের কর্মযজ্ঞ তুলে ধরার চেষ্টা মুখ্যমন্ত্রীর৷ দিঘার বাণিজ্য বৈঠকের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, দেউচা পাচামি কোল ব্লকের কাজ শুরু হবে৷ তৈরি হবে ২৫ লক্ষ শ্রম দিবস৷

3 stocks recomended

বাংলায় লোডশেডিং হয় না, দিঘায় শিল্প বার্তা মুখ্যমন্ত্রীর

তমলুক: দিঘায় বাণিজ্য বৈঠকের দ্বিতীয় দিনে ফের একবার বিনিয়োগের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের লক্ষ্যে লগ্নিকারীদের আহ্বান মুখ্যমন্ত্রীর৷ বাংলায় বিনিয়োগের জন্য শিল্পপতিদের কাছে ফের উন্নয়নের কর্মযজ্ঞ তুলে ধরার চেষ্টা মুখ্যমন্ত্রীর৷

দিঘার বাণিজ্য বৈঠকের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, দেউচা পাচামি কোল ব্লকের কাজ শুরু হবে৷ তৈরি হবে ২৫ লক্ষ শ্রম দিবস৷ এর মাধ্যমে দূর করা যাবে বেকারত্ব৷’’ মুখ্যমন্ত্রীর আরও দানি, দেশে মার খাচ্ছে শিল্প৷ কিন্তু, বাংলায় বেকারত্ব কমেছে৷ বাংলার শিল্প দ্রুত এগিয়ে চলেছে৷ তাঁত শিল্পে বিরাট উন্নতি হয়েছে৷ তন্তুজের মাধ্যমে পোষাক অর্ডার দেবে রাজ্য সরকার৷ আগামী তিন বছর ত্রাণের কাজে লাগা জামাকাপড় সেখান থেকে উৎপন্ন করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী৷

বলেন, ‘‘আমরা দ্রুত দেউচা পাচামি কয়লা ব্লক চালু করব৷ আমাদের ল্যান্ড ব্যাংক রয়েছে৷ এই রাজ্যে বিদ্যুতের কোন সমস্যা নেই৷ কোন সংকট নেই৷ আগের সরকারের আমলে লোডশেডিং হত৷ কিন্তু এখন গত আট বছরে লোডশেডিং হয় না বাংলায়৷ আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ আছে৷ বিদ্যুতের কোন সংকট নেই৷ ফলে শিল্পের ক্ষেত্রে বিদ্যুৎ কোনও সমস্যা হবে না৷’’

শিল্পপতিদের মানবিকতার পাঠ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, আতিথিয়তা আমরা সেরা৷ এখানে মানবতার জন্ম হয়৷ এখানে কোন হিংসা-হানাহানি জায়গা নেই৷ দেশের পরিবেশ তৈরি হয়েছে৷ কাজে লাগানো হচ্ছে এজেন্সিগুলিকে৷ নাম না করে এদিন কেন্দ্রকে খোঁচা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + eighteen =