নয়াদিল্লি: করোনা আহবে আগামী ১ জুলাই থেকে বদলে যাচ্ছে দেশে ব্যাংকিং বিধি৷ কার্যকর হচ্ছে বেশ কিছু নিময়৷ এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও নিয়ম পরিবর্তিত আসতে চলেছে। অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সে সুবিধা মিলবে৷ এবার এক ঝলকে দেখে নেওয়া যাক ১ জুলাই থেকে কী কী নিয়ম বদল হচ্ছে৷
সেভিংস অ্যাকাউন্টে সুদ: গ্রাহকদের চিন্তা বাড়িয়ে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাতে চলেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাংক৷ আগামী পয়লা জুলাই থেকে ০.৫০ শতাংশ হারে সুদ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকার বেশি সঞ্চয়ের উপরে বার্ষিক ৩.২৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে৷ আর ৫০ লক্ষের সঞ্চয়ে বার্ষিক ৩ শতাংশ হারে সুদ পাওয়া যাবে বলে জানা গিয়েছে৷
এটিএম থেকে টাকা তোলার নিয়ম বদল: করোনা রুখতে দেশজুড়ে জারি থাকা লকডাউন অর্থনৈতিতে ধাক্কা দিয়েছে। আর এই অবস্থায় এটিএম থেকে টাকা তোলার উপরে এবার চার্জ প্রত্যাহার করার ঘোষণা করেছিল কেন্দ্র। লকডাউনের তিন মাসে এটিএম থেকে টাকা তোলার উপরে কোনও চার্জ না নেওয়া হলেও এবার সেই ছাড় বন্ধ হওয়ার মুখে। আগামী ১ জুলাই থেকে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নির্ধারিত চার্জ ফিরতে চলেছে।
ন্যূনতম ব্যালেন্স: এই মুহূর্তে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখতে হয় গ্রাহকদের৷ এলাকার ভিত্তিক নূন্যতম ব্যালেন্সের রকমফের আছে৷ বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের ন্যূনতম ব্যালেন্স নির্ধারণ করে রেখেছে৷ সেই শর্ত মানতে বাধ্য হন গ্রাহকরা৷ পর্যাপ্ত টাকা না থাকলে গ্রাহককে জরিমানাও গুনতে হয়৷ আগামী ১ জুলাই থেকে সেই নিয়ম বাতিল হতে চলেছে বলে খবর৷ সেভিংস অ্যাকাউন্টে নূন্যতম টাকা জমা রাখার বিষয়টি বাধ্যবাধকতা আর নাও থাকতে পারে৷ টাকা না থাকলে জরিমানা নিতে পারবে না ব্যাংক৷ তবে, এবিষয়ে এখনও কোনও সরকারি নির্দেশিকা প্রকাশ হয়নি৷