গাড়ির কাচে FASTag না থাকলেই বিপদ! ব্ল্যাকলিস্টেড হতে পারেন

কলকাতা: গাড়ির কাচে FASTag না থাকলেই দিতে হবে দ্বিগুণ টোল! সম্প্রতি জাতীয় সড়কে FASTag-এর ব্যবহার বাড়াতে টোল বুথ অপারেটরদের কাছ এই বার্তা দিয়েছে ন্যাশনাল হাইওয়ে…

WhatsApp Image 2024 07 19 at 4.21.28 PM

কলকাতা: গাড়ির কাচে FASTag না থাকলেই দিতে হবে দ্বিগুণ টোল! সম্প্রতি জাতীয় সড়কে FASTag-এর ব্যবহার বাড়াতে টোল বুথ অপারেটরদের কাছ এই বার্তা দিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি৷  এই ধরনের যানবাহন কালো তালিকাভুক্ত করতে পারে কর্তৃপক্ষ৷

সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক বলেছে টোল বুথের সিসিটিভিগুলি সেই যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর রেকর্ড করবে যেগুলিতে FASTag স্টিকার নেই৷  যে ব্যাঙ্কগুলি FASTags ইস্যু করে, তাদের নিশ্চিত করতে বলা হয়েছে৷ যেন স্টিকারটি বিক্রির স্থানে উইন্ডশিল্ডে লাগানো হচ্ছে কিনা তা দেখে নেওয়া হয়৷ হাইওয়ে ডেভেলপার ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) স্যাটেলাইট- বা GPS-ভিত্তিক টোলিং নিয়ে কাজ করছে যা হাইওয়েতে টোল আদায়ের আরও ন্যায়সঙ্গত উপায় চালু করবে।