Aajbikel

BREAKING: আর ২ হাজার টাকার নোট ছাপানো হবে না! সিদ্ধান্ত নিল RBI

 | 
money

নয়াদিল্লি: আবারও একপ্রকার নোটবন্দি। নতুন করে আর ২ হাজার টাকার নোট ছাপানো হবে না। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপাতত আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নোট বৈধ থাকবে। কিন্তু তারপর থেকে আর বৈধ বলা যাবে না এই নোটকে। ২০১৬ সালের নভেম্বর মাসে নোটবন্দি করে এই ২ হাজার টাকার নোট চালু করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই ২০০০ টাকা আর বৈধতা পাবে না অক্টোবর মাস থেকে। 

ইতিমধ্যেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আরবিআইয়ের তরফে। বলা হয়েছে, কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা ব্যাঙ্কে জমা করা যাবে। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। একই সঙ্গে জানান হয়েছে, যে কোনও ব্যাঙ্ক থেকেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে। সুতরাং এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বাস দেওয়া হয়েছে। একটি বিষয় খেয়াল করে দেখা যায়, বিগত প্রায় অনেক মাস ধরেই বাজারে এই নোটের আকাল দেখা যাচ্ছিল। এটিএম মেশিনেও মিলছিল না এই নোট। তখনই থেকেই এমন একটা আভাস পাওয়া যাচ্ছিল বটে। 

এদিকে খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে এক সময়ে জানিয়েছিলেন, নোটের সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই। এটিএম মেশিনে এই নোট রাখা হবে কিনা সে বিষয়ে ব্যাঙ্কগুলিকে কোনও রকম নির্দেশ কেন্দ্র দেয়নি তাই এই ব্যাপারে তারাই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। একটি আরটিআই সূত্রেও জানা গিয়েছিল, গত তিন বছরে কোনও নতুন ২০০০ টাকার নোট ছাপানোই হয়নি। 

২০১৬ সালে কেন্দ্রের বিজেপি সরকার পুরনো ৫০০ টাকার নোট বদলে নতুন নোট আনে এবং ১০০০ টাকার নোট বাতিল করে আনা হয় ২০০০ টাকার নোট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে দাবি করেছিলেন যে, নোটবন্দির ফলে দুর্নীতি মুক্ত হবে দেশ। কালো টাকা ঘরে ফিরবে। কিন্তু বাস্তব পরিসংখ্যান যা বলেছে তা ঠিক এই দাবির উল্টো। সে নিয়ে বিরোধীরা কম কটাক্ষ করেনি। এদিকে এই ২০০০ টাকার নোট নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। চিপ আছে থেকে শুরু করে নানা গুঞ্জন এই নোটকে নিয়ে ছড়িয়ে পড়েছিল সর্বত্র। নোটবন্দির পর সব থেকে বেশি আলোচিত সেই ২০০০ টাকার নোট বাতিল হল।  

Around The Web

Trending News

You May like