এবার কি ২৩ হাজারে পৌঁছবে NIFTY? প্রভাব কোন কোন সেক্টরে?

কলকাতা: আরও দুর্বল হতে চলেছে নিফটি? বিশ্ববাজারে পতন শুরু হতেই নিফটির গতিবিধি নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা৷ ২৫১০০-এর স্তর ভাঙলে নিফটির পরবর্তী আশ্রয় হতে পারে…

Nifty outlook

কলকাতা: আরও দুর্বল হতে চলেছে নিফটি? বিশ্ববাজারে পতন শুরু হতেই নিফটির গতিবিধি নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা৷ ২৫১০০-এর স্তর ভাঙলে নিফটির পরবর্তী আশ্রয় হতে পারে ২৩ হাজার? আর সেটা যদি হয়, তাহলে ২৩ হাজার থেকে নিফটি লাফাতে পারে ২৭ হাজারে, মত বাজার বিশেষজ্ঞদের একাংশের৷ এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে নিফটি? নিফটির মতো দুর্বল হচ্ছে কোন কোন সেক্টরে? ( Nifty outlook)

কোথায় দাঁড়িয়ে নিফটি?

টেকনিক্যাল এনালাইসিসের বিশেষজ্ঞদের একাংশের অনুমান, যতক্ষুণ নিফটি ২৫১৫০-এর উপরে আছে, ততক্ষুণ মার্কেট নিচের দিকে নামার ভয় খুবই কম। কিন্তু ২৫১৫০-র স্তর ব্রেকডাউন হলে বড়সড় পতনের মুখে পড়তে পারে নিফটি৷ এই মুহূর্তে ২৫২০০-র উপর থাকতেই হবে নিফটিকে৷ তাহলেই আপট্রেন্ড অটুট রাখতে পারবে নিফটি৷ ২৫১০০-নিচে ব্রেকডাউন হলেই সক্রিয় হয়ে যাবে আইল্যান্ড রিভার্সাল প্যাটার্ন৷

আইল্যান্ড রিভার্সাল প্যাটার্ন

চার্ট বলছে, ২৫২০০ স্তরে ৩টি গ্যাপ তৈরি হয়েছে চার্ট প্যাটার্নে৷ উপরে ওঠার সময় ও নিচে নামার সময় যদি কোনও গ্যাপ তৈরি হয়, তাহলে তাকে আইল্যান্ড রিভার্সাল বলে থাকেন বিশেষজ্ঞরা। চার্টে এই আইল্যান্ড রিভার্সাল খুবই বিপদজ্জনক বলে মনে করেন অনেকে। সেক্ষেত্রে নিফটির ২৫১০০-র স্তর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

২৩ হাজারে ফিরতে পারে নিফটি?

যদি নিফটির ২৫১০০ স্তর ব্রেকডাউন হয়, তাহলে প্রবল ভাবে দুর্বল হতে পারে আইটি, ব্যাঙ্ক ও অটো সেক্টর৷ শক্তি বাড়তে পারে এফএমসিজি সেক্টরে৷ নিফটির পতন ২৩ হাজার পর্যন্ত পৌঁছে ২৭ হাজারের নতুন লক্ষ্যমাত্র ছুতে পারে বলে মত বাজার বিশেষজ্ঞদের একাংশের৷

শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ

মনে রাখা জরুরি, শেয়ার বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ বিষয়। অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন৷ টিভিতে, কাগজে, হোডিংয়ে, ফেসবুক, ইউটিউবে শেয়ার বাজার শেখানোর নামে রীতিমতো টাকা লুটের কারবার চলছে৷ ফলে, সাবধান! শেয়ার বাজারে পা রাখার আগে সবচেয়ে জরুরি ঝুঁকি পর্যালোচনা করা৷

মনে রাখবেন, এই প্রতিবেদনে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যেরই উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে৷ ‘আজ বিকেল’ কখনও কাউকে, কোথাও কোনও অর্থ বিনিয়োগের পরামর্শ দেয় না৷ শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর প্রকাশ করা হল৷ এখানে শেয়ার সম্পর্কে কোনও কল বা টিপ দেওয়া হয় না৷

আরও পড়ুন-

বড়সড় পতনের মুখে NIFTY? চিন্তা বাড়াচ্ছে আইল্যান্ড রিভার্সাল

আদানি গোষ্ঠীর ৪৫ হাজার কোটি টাকা ঋণ মকুব! 

ভারতীয় ধনীদের তালিকায় বিরাট চমক! 

সুইগির ধামাকাদার এন্ট্রি! এ কী করলেন অমিতাভ বচ্চন?

Business: Experts warn of a potential crash in the Nifty index. Technical analysis reveals a bearish pattern, signaling a possible decline. Learn about the factors driving this potential market downturn.