রেকর্ড নিফটির, উর্ধ্বমুখী সেনসেক্স, বাজেটের পরই চাঙ্গা শেয়ার বাজার

রেকর্ড নিফটির, উর্ধ্বমুখী সেনসেক্স, বাজেটের পরই চাঙ্গা শেয়ার বাজার

3 stocks recomended

nifty

নয়াদিল্লি: বাজেটের পরেই চাঙ্গা শেয়ার বাজার৷ রেকর্ড গড়ে এই প্রথম ২২ হাজারের গণ্ডি পেরল নিফটি। ১.৭ শতাংশ বেড়ে ২২ হাজার ৮৬ পয়েন্টে চলে যায় নিফটি৷ এদিকে, শুক্রবার সকালে বাজার খুলতেই ১২০০রও বেশি পয়েন্টে উঠে যায় বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স। সেনসেক্স ও নিফটির সূচক উর্ধ্বমুখী হতেই খুশির হাওয়া শেয়ার বাজারে।

শুক্রবার বম্বে স্টক এক্সচেঞ্জে রীতিমতো দাপট দেখিয়েছে মিডিয়া ও আইটি সংস্থার শেয়ার। বাজার খোলার এক ঘণ্টার মধ্যেই এক হাজারেরও উপরে উঠে যায় সেনসেক্সের সূচক। ৭৩ হাজারের দোরগোড়ায় পৌঁছে যায়৷ সেনসেক্সের সূচক ১.৭৭ শতাংশ বেড়েছে বলেই খবর। সর্বশেষ আপডেট অনুযায়ী, ১১৬৭ পয়েন্ট বেড়ে ৭২৮১২.৯১ -এ পৌঁছেছে সেনসেক্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + sixteen =