এইচডিএফসির ক্রেডিট কার্ডে বড় বদল! ৩০০০ টাকা খসবে এক্সট্রা

কলকাতা: ১ অগস্ট থেকেই এইচডিএফসি ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের নিয়মে বড় পরিবর্তন করতে চলেছে। এইচডিএফসি ব্যাঙ্কের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে থার্ড পার্টি…

কলকাতা: ১ অগস্ট থেকেই এইচডিএফসি ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের নিয়মে বড় পরিবর্তন করতে চলেছে। এইচডিএফসি ব্যাঙ্কের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে থার্ড পার্টি অ্যাপ বা তৃতীয় পক্ষের কোনও অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের লেনদেন করলে, তার উপরে লেনদেনের উপরে চার্জ বসবে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ক্রেড , চেক , মোবিকুইক ও ফ্রিচার্জর মতো অ্যাপের মাধ্যমে লেনদেন করলে ১ শতাংশ চার্জ ধার্য করা হবে।

সর্বাধিক ৩০০০ টাকা পর্যন্ত চার্জ নেওয়া হবে। তবে ১৫ হাজার টাকার লেনদেনের উপরে ১ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। এছাড়া ইএমআই (EMI )-র ক্ষেত্রেও ২৯৯ টাকা প্রসেসিং চার্জ নেওয়া হবে।