পছন্দের চ্যানেল দাম-দর নির্ধারণে নয়া পোর্টাল ট্রাই-এর

কলকাতা: পয়লা ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে টিভি দেখার নতুন নিয়ম৷ নির্দিষ্ট চ্যানেল দেখার জন্য নির্দিষ্ট দাম মেটানোর লক্ষ্যেই চালু হচ্ছে নয়া নিয়ম৷ সেক্ষেত্রে গ্রাহক বা দর্শক কোন চ্যানেল কী দামে দেখবেন, পছন্দের চ্যানেলগুলি দেখার ক্ষেত্রে খরচ মোট কত হবে, সেই বিষয়ে দিশা দিতে উদ্যোগী হয়েছে ট্রাই৷ তারা একটি আলাদা পোর্টাল তৈরি করেছে৷ যেখানে দর্শক প্রতিটি

3 stocks recomended

পছন্দের চ্যানেল দাম-দর নির্ধারণে নয়া পোর্টাল ট্রাই-এর

কলকাতা: পয়লা ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে টিভি দেখার নতুন নিয়ম৷ নির্দিষ্ট চ্যানেল দেখার জন্য নির্দিষ্ট দাম মেটানোর লক্ষ্যেই চালু হচ্ছে নয়া নিয়ম৷ সেক্ষেত্রে গ্রাহক বা দর্শক কোন চ্যানেল কী দামে দেখবেন, পছন্দের চ্যানেলগুলি দেখার ক্ষেত্রে খরচ মোট কত হবে, সেই বিষয়ে দিশা দিতে উদ্যোগী হয়েছে ট্রাই৷ তারা একটি আলাদা পোর্টাল তৈরি করেছে৷ যেখানে দর্শক প্রতিটি চ্যানেলের নাম ও দাম দেখতে পাবেন৷ এই http://channeltariff.trai.gov.in:8081/fta লিঙ্কে ঢুকে দেখা যাবে পূর্ণাঙ্গ তালিকা৷

কোন চ্যানেলগুলির জন্য আলাদা করে পয়সা দিতে হবে না, অর্থাৎ কোনগুলি পে চ্যানেল ও ফ্রি চ্যানেলই বা কী কী, সেই তালিকাও পাবেন দর্শক৷ কোন কোন ব্রডকাস্টার সংস্থা বা চ্যানেল কর্তৃপক্ষ কী কী প্যাকেজ ঘোষণা করেছে, সেই সংক্রান্ত তথ্যও পোর্টালটিতে দিয়েছে ট্রাই৷ দর্শক সেখান থেকে নিজের পছন্দের চ্যানেলগুলি পছন্দ করলে তার দাম কত, তা জানতে পারবেন ও সেই মতো চ্যানেলের সংযোগ দেওয়ার জন্য নির্দেশ দিতে পারবেন কেবল অপারেটরকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − one =