কাটমানি রুখতে নয়া বিজ্ঞপ্তি পঞ্চায়েত দপ্তরের

কলকাতা: পঞ্চায়েতে কাটমানি রুখতে এবার ব্যবস্থা নিল পঞ্চায়েত দপ্তর৷ বিজ্ঞপ্তি জারি করে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে৷ পঞ্চায়েত দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে সাফ জানিয়ে দিয়েছে, এখন থেকে টেন্ডার ছাড়া কোনও কিছু কেনা যাবে না৷ কিছু কেনার পর বিল ধরালে আগের মতো তা অনুমোদন দেওয়া হবে না৷ সমস্ত কাজেই দিতে হবে টেন্ডার৷ এর আগে পঞ্চায়েত দপ্তরের

3 stocks recomended

কাটমানি রুখতে নয়া বিজ্ঞপ্তি পঞ্চায়েত দপ্তরের

কলকাতা: পঞ্চায়েতে কাটমানি রুখতে এবার ব্যবস্থা নিল পঞ্চায়েত দপ্তর৷ বিজ্ঞপ্তি জারি করে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে৷ পঞ্চায়েত দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে সাফ জানিয়ে দিয়েছে, এখন থেকে টেন্ডার ছাড়া কোনও কিছু কেনা যাবে না৷ কিছু কেনার পর বিল ধরালে আগের মতো তা অনুমোদন দেওয়া হবে না৷ সমস্ত কাজেই দিতে হবে টেন্ডার৷

এর আগে পঞ্চায়েত দপ্তরের তরফে অন্তত ৪০০টি সামগ্রীর উপর বাজারদর পরীক্ষা করে নির্দিষ্ট রেট নির্ধারণ করে দেওয়া হয়৷ যাতে প্রয়োজনীয় সামগ্রী কিনতে কোনও কাটমানি খাওয়ার অভিযোগ না ওঠে৷কিন্তু, এবার সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সমস্ত কেনাকাটা করতে হবে টেন্ডারের মাধ্যমে৷ সেই সঙ্গে কী কেনা হল, কত টাকায় তা কেন হয়েছে, তা বিস্তারিত পঞ্চায়েত দপ্তরের তৈরি করা অনলাইনের মাধ্যমে তা জানাতে হবে৷ রাজ্য পঞ্চায়েত দপ্তর সেই কেনাকাটার হিসেব খতিয়ে দেখবে৷ তারপরেই টাকার অনুমোদন দেওয়া হবে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 3 =