কলকাতা: নতুন বছরে পিএফ সংক্রান্ত টাকা গ্রাহককে দেওয়ার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক হচ্ছে রাজ্যে। ১ জানুয়ারি থেকেই এই নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও।
জানানো হয়েছে, এখন থেকে যে কোনও পেমেন্ট হবে অনলাইনে। সেক্ষেত্রে গ্রাহকের পিএফ অ্যাকাউন্টের সঙ্গে তাঁর আধার কার্ড সংযোগ থাকা বাধ্যতামূলক। অথচ দেখা যাচ্ছে, এ রাজ্যে যত পিএফ গ্রাহক আছেন, তার মধ্যে আধার সংযোগ রয়েছে মাত্র ৪৯.৮১ শতাংশের। এখানে ১৫ লক্ষ ২২ হাজার গ্রাহকের পিএফ নম্বরের সঙ্গে আধার সংযোগ নেই। ফলে তাঁরা পিএফের টাকা তোলা, অগ্রিম নেওয়া বা আংশিক টাকা তোলার ক্ষেত্রে সমস্যায় পড়বেন। পিএফ অফিস অবশ্য বলছে, এই বিপুল সংখ্যক গ্রাহকের আধার সংযোগ না থাকলেও তারা নতুন নিয়ম চালু করতে বাধ্য হচ্ছে। কারণ, স্বচ্ছতার প্রশ্নে কড়া অবস্থান নিচ্ছে দিল্লি।
তথ্য বলছে, এ রাজ্যে পিএফ গ্রাহকের সংখ্যা ৩০ লক্ষ ৩২ হাজার ১৩৬ জন। তার মধ্যে আধার সংযোগ হয়েছে মাত্র ১৫ লক্ষ ১০ হাজার ২৫৬ জনের। আধার সংযোগ নেই ৫০.১৯ শতাংশের। আধার সংযোগের ক্ষেত্রে অবশ্য মোটামুটি ভালো জায়গায় আছে কলকাতা। এখানে ৯ লক্ষ ৫৩ হাজার ৮৯৬ জন গ্রাহকের মধ্যে ৬০.৩ শতাংশ গ্রাহক আধার সংযোগ করিয়ে নিয়েছেন। জেলাগুলির অবস্থা বেশ খারাপ। সবচেয়ে কম আধার সংযোগ হয়েছে দার্জিলিংয়ে। হার মাত্র ৩০.৬৫ শতাংশ। পিএফ দপ্তর পশ্চিমবঙ্গের আওতায় রেখেছে আন্দামান ও নিকোবরকেও। আধার সংযোগের হাল সবচেয়ে খারাপ সেখানেই। সেখানে পিএফ নম্বরের সঙ্গে আধার সংযোগ হয়নি ৭৭.১৮ শতাংশ গ্রাহকের।