সরকারি প্রকল্পের খরচ কমাতে নয়া সিদ্ধান্ত নবান্নের

কলকাতা: এখন থেকে জমি চিহ্নিত না করে নতুন কোনও প্রকল্পের সিদ্ধান্ত নিতে পারবে না কোনও দপ্তর৷ এমনই নির্দেশ পাঠানো হয়েছে নবান্নে তরফে৷ নবান্ন সূত্রে খবর, কোথায় কত জমি আছে, খুঁজে তালিকা তৈরি করে, পরিকল্পনার নাম দিয়ে মুখ্যমন্ত্রী দপ্তরের দিতে হবে৷ মুখ্যমন্ত্রী দপ্তরের অনুমোদন পেলে ডিপিআর তৈরি করে জমা দেবে সংশ্লিষ্ট দপ্তর৷ পৃথক ডিপিআর বা ডিটেইল

3 stocks recomended

সরকারি প্রকল্পের খরচ কমাতে নয়া সিদ্ধান্ত নবান্নের

কলকাতা: এখন থেকে জমি চিহ্নিত না করে নতুন কোনও প্রকল্পের সিদ্ধান্ত নিতে পারবে না কোনও দপ্তর৷ এমনই নির্দেশ পাঠানো হয়েছে নবান্নে তরফে৷

নবান্ন সূত্রে খবর, কোথায় কত জমি আছে, খুঁজে তালিকা তৈরি করে, পরিকল্পনার নাম দিয়ে মুখ্যমন্ত্রী দপ্তরের দিতে হবে৷ মুখ্যমন্ত্রী দপ্তরের অনুমোদন পেলে ডিপিআর তৈরি করে জমা দেবে সংশ্লিষ্ট দপ্তর৷ পৃথক ডিপিআর বা ডিটেইল প্রজেক্ট রিপোর্ট তৈরি হবে৷ প্রতিক্ষেত্রে ডিপিআর কেমন হবে তার ফরম্যাট তৈরি করে দিচ্ছে অর্থ দপ্তর সেই৷ অনুযায়ী হবে কাজ৷

সরকারি কাজে গতি আনতে নতুন ব্যবস্থায় রাজ্যের এবার থেকে জমি চিহ্নিত না করে কোনও প্রকল্পের ডিটেইল প্রজেক্ট রিপোর্ট জমা দিতে পারবে না কোনও দপ্তর৷ আগে জমি চূড়ান্ত করে তার তালিকা জমা দিতে হবে মুখ্যমন্ত্রী দপ্তরের৷ তারপর মডেল তৈরি করে আবেদন করতে হবে৷ অর্থ দপ্তর গ্রীন সিগনাল দিলে তারপরই প্রকল্প বাস্তবায়নের পথে এগোবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 14 =