Mutual Fund অ্যাকাউন্ট ‘বন্ধ’ হয়ে যাবে?

Mutual Fund অ্যাকাউন্ট ‘বন্ধ’ হয়ে যাবে?

দিল্লি: কোটি কোটি Mutual Fund অ্যাকাউন্ট ‘বন্ধ’ হওয়ার মুখে? আসল কারণটা জানেন কী?

সূত্রের খবর, বর্তমানে সারা দেশে ১.৩ কোটি মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট রয়েছে যেখানে আর টাকা তোলা বা জমা করা যাচ্ছে না। কারণ এই সমস্ত অ্যাকাউন্টে কেওয়াইসি প্রক্রিয়া অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। সেই কারণেই অ্যাকাউন্টগুলোকে হোল্ড করা হয়েছে। সেক্ষেত্রে জানা দরকার অসম্পূর্ণ KYC কী জিনিস?

এর মানে এই নয় যে এই অ্যাকাউন্টগুলো কেওয়াইসি ছাড়াই খোলা হয়েছিল বা তাদের মধ্যে কেওয়াইসি সম্পর্কিত কাজ করা হয়নি। বরং, এই সমস্ত অ্যাকাউন্টে, কেওয়াইসির জন্য যে নথিগুলো দেওয়া হয়েছিল তা কেওয়াইসির জন্য বৈধ ছিল না বলেই মত ওয়াকিবহাল মহলরে। গোটা দেশে কেওয়াইসি করার জন্য সরকার কিছু প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে। যেগুলোকে কেওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সি বলা হয়। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে SEBI নির্দেশিকা অনুসারে, এই কেওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সিগুলোকে KYCর জন্য খাতায় কলমে আধার নম্বর এবং প্যান কার্ড নম্বর নিতে হয়। এখন এই ১.৩ কোটি অ্যাকাউন্টে, হয় এই দুটি নথিই সঠিকভাবে জমা হয়নি বা সেগুলো ভুল রয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। 

এই কারণেই অনেক অ্যাকাউন্টে কেওয়াইসি সঠিকভাবে না হওয়ার জন্য ‘অন হোল্ড’ স্ট্যাটাসে রাখা হয়েছে। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত গোটা দেশে প্রায় ১১ কোটি মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট রয়েছে। চাইলে আপনি কেআরএ ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাকাউন্টের স্টেটাস চেক করতে পারবেন। ওয়েবসাইটে গিয়ে আপনাকে ‘KYC Enquiry’র অপশনে ক্লিক করতে হবে। এর পরে আপনাকে আপনার প্যান নম্বর বা আধার নম্বর লিখতে হবে। এর পরে আপনি আপনার কেওয়াইসি স্ট্যাটাস দেখতে পারেন। যদি এটা ‘অন হোল্ড’ দেখায়, তাহলে আপনি আপনার ডিম্যাট অ্যাকাউন্ট যেখানে খোলা হয়েছে সেখানে সঠিক নথিপত্র জমা দিয়ে পুনরায় অ্যাপ্লাই করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *