৯ মাসেই বিপুল মুনাফা দিয়েছে এই স্টক। আপনি ইনভেস্ট করেছেন?

দিল্লি: SME ক্যাটাগরিতে এই স্টকের নাম ভিন্যাস ইনোভেটিভ টেকনোলজিস। প্রাইসব্যান্ড ছিল ১৬২ টাকা থেকে ১৬৫ টাকা। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বাজারে এসেছিল এই সংস্থার আইপিও।…

দিল্লি: SME ক্যাটাগরিতে এই স্টকের নাম ভিন্যাস ইনোভেটিভ টেকনোলজিস। প্রাইসব্যান্ড ছিল ১৬২ টাকা থেকে ১৬৫ টাকা। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বাজারে এসেছিল এই সংস্থার আইপিও। সেই সময় থেকে আজ পর্যন্ত বিপুল রিটার্ন দিয়েছে এই স্টক। ২০২৩ সালের অক্টোবর মাসে এই সংস্থার আইপিও বাজারে লিস্টিং হয় ৩৩০ টাকায়। অর্থাৎ লিস্টিংয়েই প্রায় ১০০ শতাংশ মুনাফা দিয়েছে। বর্তমানে এই স্টকের দাম ১১৬৫ টাকা চলছে। অর্থাৎ ৩৩০ টাকা থেকে ১১৬৫ টাকায় লাফ দিয়েছে এই SME স্টক।

এই সংস্থার আইপিওতে কেউ যদি ১ লাখ ৩২ হাজার টাকা বিনিয়োগ করতেন তাহলে লিস্টিংয়ে তিনি রিটার্ন পেতেন ২.৬৪ লাখ টাকা। আর সেই ২.৬৪ লাখ টাকা আজকের দিনে বেড়ে দাঁড়াত ৯.৩২ লাখ টাকায়। অর্থাৎ মাত্র ৯ মাসেই ২৫০ শতাংশ রিটার্ন।

তবে মনে রাখবেন, এই প্রতিবেদনে উল্লেখ করা তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। আজ বিকেল ডট কম কখনও কাউকে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। শেয়ার সম্পর্কে এখানে কোনো কল বা টিপ দেওয়া হয় না।