ভারতের বাজারে এবার পুতুল বিক্রি করবে মুকেশের রিলায়েন্স

নয়াদিল্লি: ব্রিটেনের বিখ্যাত পুতুল বিক্রেতা হ্যামলেস কিনে নিলেন মুকেশ আম্বানি। কত টাকায়, তা জানা যায়নি। মুকেশের রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড চিনের সি ব্যানার ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি করেছে। ২০১৫ সালে এই পুতুলের খুচরো বিক্রেতাকে অধিগ্রহণ করেছিল চিনা কোম্পানিটি। দুনি.য়ার প্রাচীনতম পুতুল বিক্রেতা হ্যামলে ১৭৬০ সালে প্রতিষ্ঠা হয়েছিল। এখন ১৮টি দেশে তাদের ১৬৭টি স্টোর। ভারতের ২৯টি শহরে এখনই

imagesmissing

ভারতের বাজারে এবার পুতুল বিক্রি করবে মুকেশের রিলায়েন্স

নয়াদিল্লি: ব্রিটেনের বিখ্যাত পুতুল বিক্রেতা হ্যামলেস কিনে নিলেন মুকেশ আম্বানি। কত টাকায়, তা জানা যায়নি। মুকেশের রিলায়েন্স ব্র্যান্ডস লিমিটেড চিনের সি ব্যানার ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি করেছে।

২০১৫ সালে এই পুতুলের খুচরো বিক্রেতাকে অধিগ্রহণ করেছিল চিনা কোম্পানিটি। দুনি.য়ার প্রাচীনতম পুতুল বিক্রেতা হ্যামলে ১৭৬০ সালে প্রতিষ্ঠা হয়েছিল। এখন ১৮টি দেশে তাদের ১৬৭টি স্টোর। ভারতের ২৯টি শহরে এখনই রিলায়েন্স ৮৮টি দোকান চালায়।

গতবছর হ্যামলেসের লোকসান দাঁড়িয়েছিল ৯২ লাখ পাউন্ড। আগে ব্রিটেনে চারটি স্টোর খুললেও দুটি বন্ধ হয়ে যায়। তবে লন্ডনের রিজেন্ট স্ট্রিটের দোকানটি রাজধানীর ল্যান্ডমার্ক হয়ে রয়েছে ১৮৮১ সালে থেকেই। সাততলার এই দোকানে ৫০ হাজার ধরনের পুতুল পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *