এবার অন্তর্বাস তৈরি করবে রিলায়েন্স! জকি-লিভাইসকে টক্কর দেবে অম্বানির সংস্থা?

মুম্বই: ভারত তথা গোটা বিশ্বে ধনকুবেরদের তালিকায় প্রথম সারিতেই নাম আসে আম্বানি পরিবারের৷ একাধিক ক্ষেত্রে ব্যবসা রয়েছে তাঁদের৷ এবার নতুন যাত্রা শুরু করতে চলেছেন মুকেশ…

mukesh am

মুম্বই: ভারত তথা গোটা বিশ্বে ধনকুবেরদের তালিকায় প্রথম সারিতেই নাম আসে আম্বানি পরিবারের৷ একাধিক ক্ষেত্রে ব্যবসা রয়েছে তাঁদের৷ এবার নতুন যাত্রা শুরু করতে চলেছেন মুকেশ আম্বানি৷ অন্তর্বাস তৈরি করবে তাঁর সংস্থা ‘রিলায়েন্স রিটেল’৷ গত কয়েক বছরে একাধিক ব্যবসায় বিনিয়োগ করা ‘রিলায়েন্স রিটেল’ এবার খুচরো ব্যবসায় বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করতে চাইছে৷ (Reliance Retail enters underwear market)

অন্তর্বাস তৈরির জন্য ইজরায়েলি সংস্থা ‘ডেল্টা গ্যালিল’-এর সঙ্গে হাত মিলিয়েছে আম্বানির সংস্থা। যা বিশ্বের সবচেয়ে বড় সংস্থাগুলির মধ্যে একটি৷ বিশেষজ্ঞদের মতে, আম্বানিদের তৈরি অন্তর্বাস বাজারে এল কড়া প্রতিযোগিতার মুখে পড়বে জকি (Jockey) বা লিভাইস (Levi)-এর মতো বহুজাতিক ব্র্যান্ডগুলি৷

 

ইকনমিক টাইমসের রিপোর্ট অনুসারে, অন্তর্বাস তৈরির ক্ষেত্রে দুটি কোম্পানির অংশীদারিত্ব সমান সমান থাকবে। একাধিক বহুজাতিক ব্র্যান্ডের সঙ্গে হাত মিলেয়ে কাজ করে চলেছে ডেল্টা গ্যালিল৷ বিশ্বের তিনটি দেশে তাদের গবেষণাকেন্দ্র রয়েছে। ওরেগনের মোজা এবং চিনা মহিলাদের অন্তর্বাস নিয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে ডেল্টার।

আরও পড়ুন-

কমল জিএসটি!

এক ধাক্কায় প্রায় ৫০% কমল ভারতীয়দের খাই খরচ!

SEBI-Adani যোগ? 

 

 Business: Mukesh Ambani’s Reliance Retail is set to disrupt the Indian underwear market with its partnership with Delta Galil. This new venture is expected to intensify competition with global brands like Jockey and Levi’s. Learn more about this strategic move and its potential impact on the industry. Reliance Retail enters underwear market