ফের ১৫ লক্ষ গ্রাহকের তথ্য ফাঁস ফেসবুকে, নয়া কেলেঙ্কারি জুকেরবার্গের

ওয়াশিংটন: ব্রিটেনের সংসদে দাঁড়ি ক্ষমা চেয়েও শিক্ষা হল ফেসবুক কর্তার৷ কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি পর ফের তথ্য ফাঁসের অভিযোগ ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ১৫ লক্ষ ইউজারের ইমেল আইডি আপলোড হয়েছে ফেসবুকে৷ একাধিক বিদেশি সংবাদ মাধ্যম জানিয়েছে, ফেসবুকের তথ্য ফাঁসের ব্যবসা ২০১৬ সাল থেকেই তলে আসছে৷ সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার পরেই ফাঁস হয়ে

imagesmissing

ফের ১৫ লক্ষ গ্রাহকের তথ্য ফাঁস ফেসবুকে, নয়া কেলেঙ্কারি জুকেরবার্গের

ওয়াশিংটন: ব্রিটেনের সংসদে দাঁড়ি ক্ষমা চেয়েও শিক্ষা হল ফেসবুক কর্তার৷ কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি পর ফের তথ্য ফাঁসের অভিযোগ ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ১৫ লক্ষ ইউজারের ইমেল আইডি আপলোড হয়েছে ফেসবুকে৷

একাধিক বিদেশি সংবাদ মাধ্যম জানিয়েছে, ফেসবুকের তথ্য ফাঁসের ব্যবসা ২০১৬ সাল থেকেই তলে আসছে৷ সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার পরেই ফাঁস হয়ে গিয়েছে ইউজারদের ইমেল আইডি। অথচ ইউজাররা জানতেই পারলেন না যে তাঁদের ব্যক্তিগত তথ্য আপলোড হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে এইসব তথ্য ফেসবুক থেকে মুছে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে মার্ক জুকেরবার্গের সংস্থা। বিবৃতি দিয়ে ফেসবুক জানিয়েছে, অনিচ্ছাকৃত ভাবে আপলোড হয়ে গিয়েছে ইউজারদের ইমেল আইডি৷

ফেসবুকে গ্রাহকদের ব্যাক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়া নতুন ঘটনা নয়। এর আগেও এই বিষয়ে প্রকাশ্যে এসেছে মারাত্মক সব তথ্য৷  গণহারে চুরি হয়েছে ফেসবুক ব্যবহারকারীদের যাবতীয় তথ্য। ছবি থেকে ভিডিও, রিলেশনশিপ স্টেটাস থেকে ম্যাসেঞ্জারের কথোপকথন, সব হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। ফেসবুকও স্বীকার করে নেয় প্রায় ৫ কোটি অ্যাকাউন্ট থেকে তথ্য হাতিয়েছে হ্যাকাররা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *