মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ জ্বালানি তেল

নয়াদিল্লি: সাধারণের চিন্তা বাড়িয়ে সোমবার আরও দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের৷ দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে সোমবার পেট্রোলের ও ডিজেলের দাম বেড়েছে ১৮ থেকে ২৮ পয়সা পর্যন্ত৷ কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.১৮ পয়সা৷ ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.২৬ পয়সা৷ মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন দাম৷ দাম বাড়ার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন,

3 stocks recomended

নয়াদিল্লি: সাধারণের চিন্তা বাড়িয়ে সোমবার আরও দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের৷ দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে সোমবার পেট্রোলের ও ডিজেলের দাম বেড়েছে ১৮ থেকে ২৮ পয়সা পর্যন্ত৷

কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.১৮ পয়সা৷ ডিজেলের দাম বেড়েছে লিটারপ্রতি ০.২৬ পয়সা৷ মধ্যরাত থেকেই কার্যকর হয়েছে নতুন দাম৷ দাম বাড়ার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম এখন, ৭৩.২৩ টাকা৷ ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৭.৪৯ টাকা৷ লাগাতার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার মাথায় হাত মধ্যবিত্তের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − three =