আরও সস্তা রান্নার গ্যাস, কত হল বাংলায়? আজ থেকে কার্যকর

কলকাতা: দু’দফায় দাম কমল রান্নার গ্যাসের দাম৷ আজ থেকে ভর্তুকিহীন এলপিজির প্রতিটি সিলিন্ডারের দাম কমল ৬২.৫০ টাকা৷ ভর্তুকিহীন রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম ৬৩৭ টাকা থেকে কমে দাঁড়াল ৫৭৪.৫০ টাকায়৷ আজ থেকেই কার্যকর হয়েছে নয়া দাম৷ ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম কলকাতায় কমে হয়েছে ৬০১ টাকা৷ ১৪.২ কেটি ভর্তুকিহীন গ্যাস দিল্লিতে দাঁড়িয়েছে ৫৭৪.৫০টাকা৷ মুম্বইয়ে ৫৪৬.৫০ ও

3 stocks recomended

আরও সস্তা রান্নার গ্যাস, কত হল বাংলায়? আজ থেকে কার্যকর

কলকাতা: দু’দফায় দাম কমল রান্নার গ্যাসের দাম৷ আজ থেকে ভর্তুকিহীন এলপিজির প্রতিটি সিলিন্ডারের দাম কমল ৬২.৫০ টাকা৷ ভর্তুকিহীন রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম ৬৩৭ টাকা থেকে কমে দাঁড়াল ৫৭৪.৫০ টাকায়৷ আজ থেকেই কার্যকর হয়েছে নয়া দাম৷

ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম কলকাতায় কমে হয়েছে ৬০১ টাকা৷ ১৪.২ কেটি ভর্তুকিহীন গ্যাস দিল্লিতে দাঁড়িয়েছে ৫৭৪.৫০টাকা৷ মুম্বইয়ে ৫৪৬.৫০ ও চেন্নাইয়ে ৫৬০.৫০টাকা৷ তবে, গৃহস্থালির কাজে ব্যবহার করা ভর্তুকিযুক্ত এলপিজির দামের কোনও পরিবর্তন করা হয়নি৷ বাংলায় এখন ভর্তুকিযুক্ত গ্যাসের দাম রয়েছে ৫০০.৫২ টাকা৷ এখন থেকে ১৪২.৬৫ টাকা ভর্তুকি হিসেবে অ্যাকাউন্টে পেয়ে যাবেন গ্রাহকরা৷

এর আগে জুলাই মাসের শুরুতেই রান্নার গ্যাসের দাম কমে৷ পয়লা ১ জুলাই ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমে দাঁড়ায় ১০০.৫০ টাকা৷ আর এবার আগস্টের শুরুতেই নতুন করে ৬২.৫০ টাকা কমল রান্নার গ্যাসের দাম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + twelve =