আরও সস্তা রান্নার গ্যাস, ১০০ টাকা কমে কত হল বাংলায়?

নয়াদিল্লি: গৃহস্থের জন্য সুখবর৷ আজ থেকে কমছে রান্নার গ্যালের দাম৷ সিলিন্ডার প্রতি ১০০.৫০ টাকা করে দাম কমছে৷ ঘোষণা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের৷ নয়া এই দাম কার্যকর হল হওয়ায় বাংলায় ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি দাঁড়িয়েছে ৬২২.৫০ টাকা৷ গৃহস্থালির কাজে ব্যবহার করা ভর্তুকিযুক্ত এলপিজির দাম বাংলায় কমে হয়েছে ৫০০.৫২ টাকা৷ এখন থেকে ১৪২.৬৫ টাকা ভর্তুকি

3 stocks recomended

আরও সস্তা রান্নার গ্যাস, ১০০ টাকা কমে কত হল বাংলায়?

নয়াদিল্লি: গৃহস্থের জন্য সুখবর৷ আজ থেকে কমছে রান্নার গ্যালের দাম৷ সিলিন্ডার প্রতি ১০০.৫০ টাকা করে দাম কমছে৷ ঘোষণা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের৷ নয়া এই দাম কার্যকর হল হওয়ায় বাংলায় ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি দাঁড়িয়েছে ৬২২.৫০ টাকা৷

গৃহস্থালির কাজে ব্যবহার করা ভর্তুকিযুক্ত এলপিজির দাম বাংলায় কমে হয়েছে ৫০০.৫২ টাকা৷ এখন থেকে ১৪২.৬৫ টাকা ভর্তুকি হিসেবে অ্যাকাউন্টে পেয়ে যাবেন গ্রাহকরা৷ আজ পয়লা জুলাই থেকে সিলিন্ডার প্রতি ২৫ শতাংশ হারে দাম বাড়ানোর ঘোষণা ইন্ডিয়ান ওয়েলের৷  এখন বছরে ১৪.২ কেজির ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয় সরকার৷ অতিরিক্ত ক্ষেত্রে বাজারদর অনুযায়ী, সিলিন্ডার কিনতে হয় উপভোক্তাকে৷ বিদেশী মুদ্রা বিনিময় ও বাজার অনুযায়ী, ভর্তুকির পরিমাণ ওঠানামা করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 18 =