করোনায় বেসামাল ভারতীয় অর্থনীতি, শূন্যে নামতে পারে বৃদ্ধির হার: মুডি’জ

করোনায় বেসামাল ভারতীয় অর্থনীতি, শূন্যে নামতে পারে বৃদ্ধির হার: মুডি’জ

3 stocks recomended

 

নয়াদিল্লি: লাফিয়ে বাড়ছে করোনা৷ বাড়ছে মৃত্যু৷ করোনার জেরে যেমন প্রভাব পড়েছে দেশের জনজীবনে, ঠিক তেমনই জেরে ধাক্কা খেতে চলেছে ভারতের আর্থিক উন্নয়ন৷ করোনার জেরে তৈরি হওয়া ভারতের পরিস্থিতি পর্যালোচনা করে চরম আশঙ্কার পূর্বাভাস দিয়েছে মুডিজ কর্পোরেশন নামে একটি মার্কিন সংস্থার অধীনস্থ মুডি'জ ইনভেস্টর সার্ভিস৷ বিশ্ব ব্যাংকের পর মুডি’জ রিপোর্টে কাঁপুনি ধরিয়ে ভারতীয় অর্থনীতিতে৷

করোনা পরিস্থিতির জেরে জেরবার গোটা দেশ৷ স্তব্ধ গোটা বিশ্ব৷ করোনার জেরে উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতির হাল ও দেশের জাতীয় উৎপান নিয়ে চূড়ান্ত আশঙ্কার পূর্বাভাস দিল মার্কিন সংস্থা৷ কেন্দ্র সরকারের অন্দরে কাঁপুনি ধরাল মুডিজ কর্পোরেশন নামে একটি মার্কিন সংস্থার অধীনস্থ মুডি'জ ইনভেস্টর সার্ভিস ভারতের জিডিপি নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে৷

রিপোর্টে মুডি’জ সংস্থা জানিছে, করোনার জেরে ভারতীয় অর্থনীতিতে ঝিমুনি দীর্ঘস্থায়ী হবে৷ চলতি অর্থবর্ষে অর্থাৎ লাফিয়ে লাফিয়ে কমবে দেশের আর্থিক বিকাশ৷ তলানিতে ঠেকবে জিডিপি বৃদ্ধির হার৷ করোনায় বেসামাল ভারতীয় অর্থনীতির পক্ষে দুঃসংবাদ দিয়ে মার্কিন সংস্থা জানিয়েছে, ভারতে আর্থিক বৃদ্ধির হার নামতে পারে শূন্যে৷ আগামী বছর আর্থিক বৃদ্ধির হার নামতে পারে তলানীতে৷ ২০২০-২০২১ অর্থবর্ষে ভারতে আর্থিক কোনও বৃদ্ধির সম্ভবনা আপাতত দেখা যাচ্ছে না৷ তবে, আগামী অর্থবর্ষ ২০২১-২২  ভারতে জিডিপি বৃদ্ধির হার ৬.৬ শতাংশ হতে পারে৷ রাজকোষ ঘাটতি বা ফিসক্যাল ডেফিসিট বেড়ে দাঁড়াতে পারে ৫.৫ শতাংশ৷ চলতি অর্থবর্ষে জিডিপির দৌড় থামতে পারে মাত্র ৩.৫ শতাংশের কাছাকাছি৷

মুডি’জ কর্পোরেশন নামে ওই মার্কিন সংস্থার অধীনস্থ মুডি’জ ইনভেস্টর সার্ভিস৷ গোটা বিশ্বের সেরা ক্রেডিট রেটিং সংস্থাগুলির মধ্যে অন্যতম মুডি’জ৷ করোনা পরিস্থিতি বিবেচনা করে মুজি’জ ২৭ মার্চ সমীক্ষা রিপোর্ট প্রকাশ জানিয়েছিল, ভারতে দেশের জিডিপি ২০২০ সালে ৫.৩ শতাংশ থেকে ২.৫ শতাংশ কমতে পারে বলেও দেওয়া হয়েছে পূর্বাভাস৷ গত ফেব্রুয়ারিতে মুজি’জ তার সমীক্ষা রিপোর্টে জানিয়েছিল, মেরেকেটে ভারতের জিডিপি ৫.৪ শতাংশ থেকে ৫.৩ শতাংশের মধ্যে থাকতে পারে৷ কিন্তু, মার্চে করোনা পরিস্থিতি দেখে সেই বৃদ্ধির হার আরও ২.৫ শতাংশে কমতে পারে হয়৷ এবার মে মাসের শুরুতে আরও চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মুডি’জ৷

শুধুই কি মুডি’জ? গত ১২ এপ্রিল বিশ্ব ব্যাংক জানায়, চলতি অর্থবর্ষে মাত্র ১.৮শতাংশ থেকে ২.৮ শতাংশ হারে উন্নয়ন হতে পারে ভারতে৷ যা গত ৪০ বছরে নিম্নতম৷ তবে, শুধু ভারত নয়৷ করোনা মহামারীর জেরে প্রভাব পড়তে চলেছে দক্ষিণ এশিয়ার ৮টি দেশে৷ সেখানেও আর্থিক সংকট ঘনীভূত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক৷ এর আগে চলতি অর্থবর্ষে ভারতে বৃদ্ধির ৪.৫ শতাংশ থেকে ৫ শতাংশের হতে পারে আশ্বাস দিয়েছিল বিশ্ব ব্যাংক৷ এখনই সেই সংস্থা বলছে করোনার জেরে ১.৫ শতাংশ থেকে ২.৮ শতাংশ হতে পারে ভারতের বৃদ্ধির হার৷ যদিও, করোনা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে চরম আশঙ্কা প্রকাশ করেছে আরবিআই৷ দেশের বৃদ্ধির হার দেড় থেকে ২ শতাংশ নেমে যাওয়ারও আশঙ্কা প্রকাশ করেছে আরবিআই৷ বিশ্বজুড়ে করোনায় যুঝতে থাকা দেশগুলিতেও একই ভাবে বৃদ্ধি কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *