কিলবিল করা কেঁচো চাষ! টাকা উপচে পড়বে

কলকাতা: এই ব্যবসায় তেমন বিনিয়োগ দরকার নেই। প্রয়োজন নেই ঝাঁ চকচকে দোকান ঘরের। বাড়ির পাশে বা চাষের জমিতে করতে পারবেন এই বিজনেস। অলরেডি পশ্চিমবঙ্গের মত…

Picsart 24 08 03 15 21 09 945

কলকাতা: এই ব্যবসায় তেমন বিনিয়োগ দরকার নেই। প্রয়োজন নেই ঝাঁ চকচকে দোকান ঘরের। বাড়ির পাশে বা চাষের জমিতে করতে পারবেন এই বিজনেস।

অলরেডি পশ্চিমবঙ্গের মত রাজ্যে শুরু হয়েছে এই ব্যবসা। এতদিন হয়তো শুনেছেন কেঁচো সার বিক্রি হচ্ছে আমাদের রাজ্যে। তবে এবার এই বাংলায় রমরমিয়ে শুরু হয়েছে কেঁচো বিক্রি। চৌবাচ্ছা তৈরি করে চাষ করা হচ্ছে কেঁচো। সেই কেঁচো দেদার বিক্রি হচ্ছে খোলা বাজারে। বিক্রির জন্য কোথাও নিয়ে যেতে হচ্ছে না। ক্রেতারা বাড়ি এসে নিয়ে যাচ্ছেন। এতদিন হয়তো বিদেশে কেঁচো বিক্রির বিষয়টা জানতেন সকলে। আর এবার আমাদের রাজ্যে। দাম শুনলে চমকে যাবেন। সাধারণ এই কেঁচো বাজারে বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি দরে। চাহিদাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মালদহের বাজারে। মালদহ জেলার এক কৃষক শুরু করেছেন এই কেঁচো বিক্রির ব্যবসা। তার কাছ থেকে অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন। এমনকি সরকারী ভাবেও তাঁর কাছ থেকে কেঁচো কেনা হচ্ছে। দেওয়া হচ্ছে কেঁচো চাষ এর প্রশিক্ষণও।

অতএব আপনিও কেঁচো সার বিক্রির পাশাপাশি কেঁচো বিক্রি করেও বছরে ব্যাপক রোজগার করতেই পারেন।