নয়াদিল্লি ও কলকাতা: এক দেশ এক কর, জিএসটি চালু করতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে সব থেকে বেশি সরব হতে দেখা গিয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূলকে৷ প্রকাশ্যেই করা হয়েছিল বিরোধিতা৷ কিন্তু, মজার বিষয় হল, জিএসটি নিয়ে যে দলের তরফে সব থেকে বেশি বিরোধিতা করা হয়েছিল, সেই তৃণমূল সরকারই এখন জিএসটি ব্যবস্থায় সব থেকে বেশি লাভবান৷ তথ্য দিয়ে এমনই দাবি করেছে অর্থমন্ত্রক৷ জিএসটি থেকে বাংলা যে ভালোই সুবিধা পেয়ে তা বিধানসভায় দাঁড়িয়েও মন্তব্য করেছেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিশ্র৷
সংবাদ সংস্থা এএনআই অর্থমন্ত্রকের রিপোর্ট উল্লেখ করে জানিয়েছে, গত জুনে জিএসটি থেকে সরকারি কোষাগারে জমা পড়েছে ৯৯ হাজার ৯৩৯ কোটি টাকা৷ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, সংগৃহীত অর্থের মধ্যে সিজিএসটির পরিমাণ ১৮ হাজার ৩৬৬ কোটি টাকা৷ এসজিএসটির পরিমাণ ২৫ হাজার ৩৪৩ কোটি টাকা৷ আইজিএসটির পরিমাণ ৪৭ হাজার ৭৭২ কোটি টাকা৷ জুনে সেস বাবদ সরকারের আয় হয়েছে ৮ হাজার ৪৫৭ কোটি টাকা৷
Ministry of Finance: Total gross GST revenue collected in the month of June, 2019 is ₹99,939 cr of which CGST is ₹18,366 cr, SGST is ₹25,343 cr, IGST is ₹47,772 cr (including ₹21,980 cr collected on imports) & Cess is ₹8,457 cr (including ₹876 cr collected on imports). pic.twitter.com/RxxbwOaLr2
— ANI (@ANI) July 1, 2019
পণ্য ও পরিষেবা করে বাংলা যে ভালোই ফল করেছে তা বিধানসভায় দাঁড়িয়ে জানিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ তিনি জানিয়েছেন, জিএসটি আদায়ে দেশের মধ্যে নজির গড়েছে বাংলা৷ গত অর্থবর্ষে জেএসটি থেকে রাজ্যে যে পরিমাণ রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া দিয়েছিল, তা পূরণ করা সম্ভব হয়েছে৷ অমিত মিত্র জানান, গত মার্চ পর্যন্ত ১৪ শতাংশ জিএসটি আদায়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল৷ তা লক্ষ্য পূরণ করেছে ফেলেছে রাজ্য সরকার৷ রাজ্যে উন্নয়নমূলক প্রকল্পে ২৩ শতাংশ খরচ বৃদ্ধি পেয়েছে বলেও বিধানসভায় জানান অর্থমন্ত্রী অমিত মিত্র৷