নয়াদিল্লি: রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে সাত হাজার কোটি টাকা তুলতে চায় কেন্দ্র। এর জন্য বিলগ্নিকরণের প্রক্রিয়াও শুরু হয়েছে। সূত্রের খবর, চলতি অর্থবর্ষের মাঝামাঝি থেকে এয়ার ইন্ডিয়ায় বিলগ্নিকরণে কৌশলগত প্রক্রিয়াও শুরু করে দেবে সরকার।
এই মুহূর্তে ৫৫ হাজার কোটি টাকা ঋণ রয়েছে এয়ার ইন্ডিয়ার। গত নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার হাল ফেরাতে ২৯ হাজার কোটি টাকা লগ্নির অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী। কিন্তু তাতেও বিশেষ কাজ হয়নি। তাই এবার এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে ১ বিলিয়ন ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ৭ হাজার কোটি) তোলার পরিকল্পনা নিয়েছে সরকার।