প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টার পদ ছাড়লেন অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের পদত্যাগের একদিন পরেই সরে দাঁড়ালেন সুরজিৎ। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘদিনের বিবাদের পর উর্জিত সোমবারই পদত্যাগ করেন। পিটিআই অবশ্য জানাচ্ছে, সুরজিত অর্থনৈতিক পরিষদ থেকে ১ ডিসেম্বরই পদত্যাগ করেছেন। তিনি সেখানে অর্ধ সময়ের সদস্য ছিলেন। এই উপদেষ্টা পরিষদের নেতৃত্বে নীতি আয়োগের সদস্য বিবেক দেবরায়। অর্থনীতিবিদ রথীন রায়, অসীমা গোয়াল এবং শমিকা রবি পার্টটাইম সদস্য।
মোদির আর্থিক উপদেষ্টার পদত্যাগ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টার পদ ছাড়লেন অর্থনীতিবিদ সুরজিৎ ভাল্লা। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত প্যাটেলের পদত্যাগের একদিন পরেই সরে দাঁড়ালেন সুরজিৎ। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘদিনের বিবাদের পর উর্জিত সোমবারই পদত্যাগ করেন। পিটিআই অবশ্য জানাচ্ছে, সুরজিত অর্থনৈতিক পরিষদ থেকে ১ ডিসেম্বরই পদত্যাগ করেছেন। তিনি সেখানে অর্ধ সময়ের সদস্য ছিলেন। এই উপদেষ্টা পরিষদের নেতৃত্বে নীতি আয়োগের সদস্য