নয়াদিল্লি: কালো টাকা দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে সরকার গড়েছিলেন নরেন্দ্র মোদি৷ তারপর নোটবন্দি থেকে শুরু করে সুইস ব্যাংকের অ্যাকাউন্টের দিকে নজর ছিল মোদির৷ দীর্ঘ বৈঠকের পর এবার আরও এক দফায় ৫০ প্রভাবশালীর সুইস ব্যাংকের তথ্য পেতে চলেছে ভারত৷ এর আগেও ১০০ জন ভারতীয় সুইস ব্যাংক গ্রাহকের তথ্য পাওয়া গিয়েছিল৷
সূত্রের খবর, সুইস ব্যাংক অ্যাকাউন্ট থাকা আরও ৫০ জন ভারতীয়ের তথ্য সহ বিস্তারিত তালিকা আসছে কেন্দ্রের হাতে৷ সুইজারল্যান্ড সরকারের একটি গেজেট নোটিফিকেশনের সংশ্লিষ্ট ৫০ ভারতীয়কে তথ্য জানানোর শেষবারের মতো আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে৷ ৩০ দিনের মধ্যে যদি তাঁরা আবেদন না করেন, তবে তাঁদের যাবতীয় তথ্য ভারতের হাতে তুলে দেবে সুইজারল্যান্ড৷ সূত্রের খবর, এই তালিকায় রয়েছেন একাধিক শিল্পপতির নাম৷