মোদি সরকারের শেষ বাজেট শুরু, কী চমক থাকছে জানেন?

নয়াদিল্লি: ষষ্ঠদশ লোকসভার শেষ অধিবেশন শুরু হচ্ছে শুক্রবার৷ চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত৷ তারপরই লোকসভা ভোটে ঝাঁপিয়ে পড়বে জাতীয় ও আঞ্চলিক দলগুলি৷ এই অধিবেশনের প্রধানতম এজেন্ডা হতে চলেছে মোদি সরকারের সর্বশেষ বাজেট পেশ৷ সংসদীয় পরিভাষায় এই বাজেট হওয়া উচিত ভোট অন অ্যাকাউন্ট৷ অর্থাৎ আসন্ন আর্থিক বছরের প্রথম তিন মাসের আয়-ব্যয় বরাদ্দ৷ নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পর

3 stocks recomended

মোদি সরকারের শেষ বাজেট শুরু, কী চমক থাকছে জানেন?

নয়াদিল্লি: ষষ্ঠদশ লোকসভার শেষ অধিবেশন শুরু হচ্ছে শুক্রবার৷ চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত৷ তারপরই লোকসভা ভোটে ঝাঁপিয়ে পড়বে জাতীয় ও আঞ্চলিক দলগুলি৷ এই অধিবেশনের প্রধানতম এজেন্ডা হতে চলেছে মোদি সরকারের সর্বশেষ বাজেট পেশ৷

সংসদীয় পরিভাষায় এই বাজেট হওয়া উচিত ভোট অন অ্যাকাউন্ট৷ অর্থাৎ আসন্ন আর্থিক বছরের প্রথম তিন মাসের আয়-ব্যয় বরাদ্দ৷ নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পর জুলাই মাসে নতুন সরকারের অন্তর্বর্তী বাজেট পেশ করাই রীতি৷ কিন্তু লোকসভা ভোটের দিকে তাকিয়ে এবার প্রায় পূর্ণাঙ্গ বাজেটের মতোই একঝাঁক ঘোষণা হবে, নাকি ভোট অন অ্যাকাউন্টেই সীমাবদ্ধ থাকবে মোদি সরকার তা নিয়ে জল্পনা শুরু হয়েছে৷

সরকারি সূত্রের খবর, বাজেটের মতোই কিছু কিছু ভোটের উপহার ঘোষণা করা হবে৷ কৃষক ও মধ্যবিত্তকে প্রধানত টার্গেট করা হবে৷ এছাড়া কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্পও ঘোষণা হতে পারে৷ আগামীকাল রাষ্ট্রপতির অভিভাষণ, পরশু বাজেট পেশ এবং তারপর রাষ্ট্রপতির অভিভাষণ ও বাজেট নিয়ে আলোচনার জন্য সময় ধার্য হয়েছে৷ সুতরাং এই সময়ের বাইরে মাত্র তিনদিন সময় পাওয়া যাবে সংসদীয় কাজের জন্য৷ অর্থাৎ বিল পাশ ইত্যাদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 13 =