বেসরকারিকরণে ইতিহাস গড়ছে মোদী সরকার, সিঁদুরে মেঘের আশঙ্কা

নয়াদিল্লি: দেশের বেহাল অর্থনীতির সঙ্গে মোকাবিলা করতে বেসরকারিকরণরেই ওপরেই যে সবথেকে বড় ভরসা রাখছে মোদী সরকার এমনটাই মনে করেছিল অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল৷ সেই আশঙ্কাই সত্যিই হলো৷ একসঙ্গে ৫টি রাষ্ট্রায়ত্ত সংস্থায় বিলগ্নিকরণের সিদ্ধান্ত অনুমোদন করল মোদীর কেন্দ্রীয় মন্ত্রীসভা৷ যা সম্ভবত দেশের ইতিহাসে সবথেকে বড় বেসরকারী করণের নজির হতে চলেছে৷ বুধবার রাতে সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন কেন্দ্রীয়

3 stocks recomended

বেসরকারিকরণে ইতিহাস গড়ছে মোদী সরকার, সিঁদুরে মেঘের আশঙ্কা

নয়াদিল্লি: দেশের বেহাল অর্থনীতির সঙ্গে মোকাবিলা করতে বেসরকারিকরণরেই ওপরেই যে সবথেকে বড় ভরসা রাখছে মোদী সরকার এমনটাই মনে করেছিল অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল৷ সেই আশঙ্কাই সত্যিই হলো৷ একসঙ্গে ৫টি রাষ্ট্রায়ত্ত সংস্থায় বিলগ্নিকরণের সিদ্ধান্ত অনুমোদন করল মোদীর কেন্দ্রীয় মন্ত্রীসভা৷ যা সম্ভবত দেশের ইতিহাসে সবথেকে বড় বেসরকারী করণের নজির হতে চলেছে৷ বুধবার রাতে সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷

দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন তেল স়ংশোধনাগার BPCL-এ সরকারের ৫৩.২৯ শতাংশ অংশিদারিত্বের পুরোটাই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ তবে বেসরকারিকরণের আগে নুমালিগড় তৈল শোধনাগারকে BPCL থেকে সরিয়ে সেটি অন্য কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার হাতে তুলে দেওয়া হবে৷

একইসঙ্গে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে শিপিং কৰ্পোরেশন কনকুর এবং কন্টেইনার কর্পোরেশনকে৷ পাশাপাশি THDC ইন্ডিয়া এবং NEEPCO-তে কেন্দ্রের যে অংশিদারিত্ব আছে তা বিক্রি করে দেওয়ার প্রস্তাবও অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷

ভারতের শিপিং কর্পোরেশন (এসসিআই) -এর ৬৩.৭৫ শতাংশ অংশীদারিত্বের মধ্যে ৫৩.7575 শতাংশ বিক্রয় এবং ভারতের কনটেইনার কর্পোরেশনে (কনকুর) ৩০.৯ শতাংশ অংশীদারিত্ব অনুমোদিত হয়েছে৷ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =