হট টিপস্! স্টক মার্কেটে ইনভেস্ট করার সময় যে ভুলগুলো করলেই বিপদ

হট টিপস্! স্টক মার্কেটে ইনভেস্ট করার সময় যে ভুলগুলো করলেই বিপদ

3 stocks recomended

stock

কলকাতা:  স্টক মার্কেটে ইনভেস্ট করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য থাকছে কয়েকটা হট টিপস্! ইনভেস্ট করার সময় বেসিক এই ৫টা ভুল এড়িয়ে চলুন! একদম ইমোশনালি সিদ্ধান্ত নেবেন না! 

স্টক মার্কেটে ইনভেস্ট করা নিশ্চিত ভাবে একটা দুর্দান্ত অপশন। তবে তার আগে যথাযথ গবেষণা করা উচিত৷ তবে বলে রাখি মিউচুয়াল ফান্ডে কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়৷ কিন্তু স্টক মার্কেটে ট্রেড করার জন্য ডিম্যাট অ্যাকাউন্ট থাকতেই হবে৷ 

ডিম্যাট অ্যাকাউন্ট কি?

সহজভাবে বলতে গেলে, আপনি যে শেয়ারে ইনভেস্ট করছেন সেটা ডিজিটাল বা ডিমেটেরিয়ালাইজড আকারে ধারণ করে ডিম্যাট অ্যাকাউন্ট। যেখানে থাকছে আপনার ইনভেস্টের শংসাপত্র, বন্ড, যৌথ পুঁজি, ETFs ইত্যাদি। এবার জানতে হবে, এই ডিম্যাট অ্যাকাউন্ট ব্যবহার করার সময়, কী কী ভুল করবেন না?

হোল্ডিংয়ের ট্র্যাক না রাখলে আপনার কিন্তু বড় ক্ষতি হতে পারে। তাই আপনার হোল্ডিং শেয়ারগুলির দিকে নিয়মিত নজর রাখবেন। সবসময় আপডেট থাকুন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন৷

ডিম্যাট অ্যাকাউন্ট ট্রেডের ক্ষেত্রে আপনার জন্য সবথেকে বড় হাতিয়ার, তাই আপনার ডিম্যাট অ্যাকাউন্টের সিকিউরিটির বিষয়টা যেন পোক্ত হয় সেটা মাস্ট দেখবেন। যেমন লগইন ডিটেইলস, ধরুন ইউজার নেম, পাসওয়ার্ড সুরক্ষিত রাখুন৷ না হলে আপনাকে আননোন অ্যাক্সেসের মুখে পড়তে হতে পারে। আপনার অ্যাকাউন্টকে সম্ভাব্য জালিয়াতির ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই স্ট্রং আর ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন৷ এবং টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু মাস্ট৷ 

পরের পয়েন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওভারট্রেডিংয়ে একদম জড়াবেন না। অত্যধিক শেয়ার কেনা বেচার সাথে জড়িয়ে গেলে যেমন খরচ বাড়তে পারে, বর্ধিত ট্যাক্স একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে, এবং রিটার্ন কমতে পারে। তাই সুচিন্তিত বিনিয়োগ কৌশল মেনটেইন করুন। প্রয়োজন না হলে ঘন ঘন ট্রেডিং এড়িয়ে চলুন৷

আরেকটা ভুল অনেকেই করে থাকেন। ভুলেও, গুজব বা টিপসের উপর ভিত্তি করে ট্রেডিং করবেন না। শুধুমাত্র বাজারের অনুমানের উপর ভিত্তি করে ইনভেস্টের সিদ্ধান্ত নেওয়া আবেগপ্রবণ এবং ভুল। তাই পুঙ্খানুপুঙ্খ গবেষণা করুন, তথ্যের নির্ভরযোগ্যতা খতিয়ে দেখুন এবং সঠিক বিনিয়োগ নীতির উপর ভিত্তি করে ডিসিশন নিন

স্টক মার্কেটে স্বল্প মেয়াদীর তুলনায় দীর্ঘমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত  নিন৷ মানে লং টার্মের জন্য ইনভেস্ট ভাল সিদ্ধান্ত৷ তবে, স্টক কেনার সময় স্টপলস লাগাতে কোনও ভাবেই ভুলবেন না৷   

স্টক মার্কেটে ইনভেস্টের বেসিক বিষয়গুলি যদি এখনও না বুঝে থাকেন, তাহলে একেবারে ফ্রিতে শেয়ার বাজার হাতে কলেমে শিখে, স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন নির্দ্বিধায়। ফ্রিতে শেয়ার বাজারের সাধারণ ধারণা নিতে ফোন করুন  ৯০৯৩২১১২১১-এই নম্বরে৷ যে কোনও কাজের দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eleven =