নতুন ব্যবসার পরিকল্পনা? টাকা, সুযোগ দুটোই দিচ্ছে সরকার

কলকাতা : সুসংসহ উদ্যানপালন উন্নয়ন মিশনের আওতায় দারুন সব স্কিমের সুবিধা। কৃষক এবং এফপিসি, এফপিও আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন এই স্কিমের সুবিধা নিয়ে। মশলা…

কলকাতা : সুসংসহ উদ্যানপালন উন্নয়ন মিশনের আওতায় দারুন সব স্কিমের সুবিধা। কৃষক এবং এফপিসি, এফপিও আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন এই স্কিমের সুবিধা নিয়ে।

মশলা চাষ করলে বিশেষ সুবিধা পাবেন চাষি। প্রকল্প খরচের ৪০ শতাংশ হিসেবে সর্বাধিক ১২০০০ টাকা পর্যন্ত অনুদান পাওয়া যাবে প্রতি হেক্টর জমিতে।

কম খরচে পেঁয়াজ সংরক্ষণের পরিকাঠামো তৈরি করতে চাইলে, পুরো প্রকল্প খরচের অর্ধেক টাকা অনুদান পাওয়া যাবে তবে সর্বোচ্চ রাশি ৮৭৫০০ টাকা প্রতি ইউনিটে।

একটি ফলের প্যাকিং হাউস করতে চাইলে প্রকল্প খরচের ৫০ শতাংশ অনুদান, যার সর্বোচ্চ রাশি ২ লক্ষ টাকা প্রতি প্যাক হাউস পিছু।

আর গ্রিন হাউজ ঘর তৈরি করতে চাইলে মোট প্রকল্প খরচের ৫০ শতাংশ সরকারি অনুদান যার সর্বোচ্চ রাশি ৫৩০ টাকা প্রতি বর্গমিটারে। একজন কৃষক সর্বোচ্চ চার হাজার বর্গমিটারের।