কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যা ৬টার পর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দেশ-বিদেশের প্রতিনিধিদের জন্য বাউল গান পরিবেশনের ব্যবস্থা ছিল। ১০০’র বেশি বাউল উপস্থিত ছিলেন।
তাঁরা কী গাইবেন, তার তালিকা তৈরি করে দেন মমতা স্বয়ং। তাঁদের গানের পর তথ্য-সংস্কৃতি সচিব বিবেক কুমার মমতা বন্দ্যোপাধ্যায়কে গান গাইবার অনুরোধ করেন। মমতা মঞ্চে উঠে বাউলদের সঙ্গে গান ধরেন ধন্য ধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা। তাঁর সঙ্গে গলা মেলান মন্ত্রী ইন্দ্রনীল সেন। হাততালিতে ফেটে পড়ে সভাঘর। এই ঘটনায় প্রকাশ্য আসতেই বিরোধীদের তরফেও তীব্র কটাক্ষ করা হয়৷ অনেকেই বলতে থাকনে, ‘বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে গানের আসর হলে রাজ্যের শিল্পের জন্য সুদিন আসছে, তা বোঝা যায়৷’