কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে মুখ খুললেন মমতার, কী বললেন পার্থ?

কলকাতা: সম্পূর্ণ দিশাহীন বাজেট৷ আজ কেন্দ্রীয় বাজেট শের পর এমনই মন্তব্য করেলন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইটে মুখ্যমন্ত্রী জানান, ‘‘শুধু যে সেস ধার্য হয়েছে, তাই নয় পেট্রল-ডিজেলের উপর অতিরিক্ত এক্সাইজ ডিউটির ফলে জিনিসপত্রের দাম সব বেড়ে যাবে৷ আমজনতার দুর্ভোগ বাড়বে৷’’ কিন্তু, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে কী ব্যবস্থা নেবে রাজ্য সরকার? তা অবশ্য টুইটে স্পষ্ট করেননি

3 stocks recomended

কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে মুখ খুললেন মমতার, কী বললেন পার্থ?

কলকাতা: সম্পূর্ণ দিশাহীন বাজেট৷ আজ কেন্দ্রীয় বাজেট শের পর এমনই মন্তব্য করেলন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইটে মুখ্যমন্ত্রী জানান, ‘‘শুধু যে সেস ধার্য হয়েছে, তাই নয় পেট্রল-ডিজেলের উপর অতিরিক্ত এক্সাইজ ডিউটির ফলে জিনিসপত্রের দাম সব বেড়ে যাবে৷ আমজনতার দুর্ভোগ বাড়বে৷’’ কিন্তু, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে কী ব্যবস্থা নেবে রাজ্য সরকার? তা অবশ্য টুইটে স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী৷

এদিন বাজেট পেশ হওয়ার পর তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘এই বাজেটে সাধারণ মানুষ বঞ্চিত৷ আর বাংলা কী পাবে এই বাজেটে? এই বাজেটে বাংলার জন্য কী আছে? বাংলার ঋণমুকুবের কথা বলা হয়েছিল, এই বাজেটে কি তা কিছু করা হয়েছে? ফেসলেস৷ ইউজলেস৷ অ্যাকশনলেস বাজেট৷ তথ্যের বিকৃতি আছে৷ পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি মানেই পরিবহণের দাম বাড়বে৷ পরিবহণের সাপলাই চেনের দাম বাড়বে৷ মানুষের উপর নতুন করে বোঝা বাড়বে৷ বাজারের শাকসবজি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে৷ এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের ঘাড়ে চাপবে৷ তাদের জীবন দুর্বিষহ হবে৷ যারা ভেবেছিল জীবন খুব ভালো হবে উন্নতি করবে, সেই আশায় জল ঢেলে দিয়েছেন তাদের প্রথম বাজেট৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =