কলকাতা: সম্পূর্ণ দিশাহীন বাজেট৷ আজ কেন্দ্রীয় বাজেট শের পর এমনই মন্তব্য করেলন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ট্যুইটে মুখ্যমন্ত্রী জানান, ‘‘শুধু যে সেস ধার্য হয়েছে, তাই নয় পেট্রল-ডিজেলের উপর অতিরিক্ত এক্সাইজ ডিউটির ফলে জিনিসপত্রের দাম সব বেড়ে যাবে৷ আমজনতার দুর্ভোগ বাড়বে৷’’ কিন্তু, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে কী ব্যবস্থা নেবে রাজ্য সরকার? তা অবশ্য টুইটে স্পষ্ট করেননি মুখ্যমন্ত্রী৷
#Budget2019 is completely visionless. In fact, the total vision is derailed. On top of it, not only have they imposed cess but also special additional excise duty on petrol and diesel leading to price increase by nearly Rs 2.50/litre for petrol and Rs 2.30/litre for diesel 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) July 5, 2019
As a result, price hikes will hit from transport to market to kitchens.
Commoners are suffering and suffering…This is Election Prize!! 2/2#Budget2019
— Mamata Banerjee (@MamataOfficial) July 5, 2019
এদিন বাজেট পেশ হওয়ার পর তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘এই বাজেটে সাধারণ মানুষ বঞ্চিত৷ আর বাংলা কী পাবে এই বাজেটে? এই বাজেটে বাংলার জন্য কী আছে? বাংলার ঋণমুকুবের কথা বলা হয়েছিল, এই বাজেটে কি তা কিছু করা হয়েছে? ফেসলেস৷ ইউজলেস৷ অ্যাকশনলেস বাজেট৷ তথ্যের বিকৃতি আছে৷ পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি মানেই পরিবহণের দাম বাড়বে৷ পরিবহণের সাপলাই চেনের দাম বাড়বে৷ মানুষের উপর নতুন করে বোঝা বাড়বে৷ বাজারের শাকসবজি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে৷ এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের ঘাড়ে চাপবে৷ তাদের জীবন দুর্বিষহ হবে৷ যারা ভেবেছিল জীবন খুব ভালো হবে উন্নতি করবে, সেই আশায় জল ঢেলে দিয়েছেন তাদের প্রথম বাজেট৷’’