কলকাতা: ফের শীর্ষে বাংলা৷ সুখর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ টুইটে মুখ্যমন্ত্রী সুখবর দিয়ে জানিয়েছেন, দেশে বৃদ্ধির নিরিখে পশ্চিমবঙ্গ এখন দেশের শীর্ষে৷ বাংলার এই সাফল্যের জন্য রাজ্যবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি৷
মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, বৃদ্ধিতে পশ্চিমবঙ্গ পয়লা নম্বর স্থান দখল করেছে। ভারত সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ আর্থিক বছরে রাজ্যের বৃদ্ধি ১২.৫৮ শতাংশ। যা দেশের মধ্যে সব থেকে বেশি। মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, কেন্দ্রের বিলগ্নিকরণে পদক্ষেপের কথাও। অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড, বিএসএনএল, চিত্তরঞ্জন লোকোমোটিভের নাম নিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে, দেশে জিডিপি যখন গোঁত্তা খাচ্ছে, ঠিক তখনই দেশের নিরিখে জিএসডিপি বৃদ্ধিতে পয়লা নম্বরে পশ্চিমবঙ্গ৷ এমনই তথ্য দিলেন বাংবার অর্থমন্ত্রী অমিত মিত্র৷ নবান্নে সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী মিত্র জানান, কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির জেরে ব্যবসায়ীদের ভয়ের অবস্থা তৈরি হচ্ছে৷ এই মুহূর্তে সমগ্র দেশে জিডিপি বৃদ্ধির হার শেষ পাঁচ বছরে সবথেকে কম৷ কিন্তু, দেশের তুলনায় পশ্চিমবঙ্গ জাতীয় বৃদ্ধিতে শীর্ষ রয়েছে৷ বলেন, ‘‘দেশে সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে৷ কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে যথেষ্ট খারাপ অবস্থায় কেন্দ্রের৷ শিল্প উৎপাদনের ক্ষেত্রে ২০১৮ সালে যেখানে ৭ শতাংশ ছিল৷ সেখানে এবছর মাত্র ২ শতাংশ বৃদ্ধি হয়েছে৷ ফলে, আমরাই এখন দেশের শীর্ষে৷’’