আধার আইনে বড়সড় পরিবর্তন

নয়াদিল্লি: এবার থেকে গ্রাহক চাইলে নিজের আধার তথ্য ডেটাবেস থেকে মুছে ফেলতে পারবেন। সংশোধন হতে পারে আধার আইন। কেন্দ্রের কাছে খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে। আধার তথ্য চুরি, আধার জালিয়াতি প্রভৃতি বিষয় আটকাতে, এবার গ্রাহকের উপরেই সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হতে পারে। দ্য হিন্দু সুত্রে জানা গেছে, সম্প্রতি ইউআইডিএআই এই সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্রের কাছে।

3 stocks recomended

আধার আইনে বড়সড় পরিবর্তন

নয়াদিল্লি: এবার থেকে গ্রাহক চাইলে নিজের আধার তথ্য ডেটাবেস থেকে মুছে ফেলতে পারবেন। সংশোধন হতে পারে আধার আইন। কেন্দ্রের কাছে খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে। আধার তথ্য চুরি, আধার জালিয়াতি প্রভৃতি বিষয় আটকাতে, এবার গ্রাহকের উপরেই সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হতে পারে। দ্য হিন্দু সুত্রে জানা গেছে, সম্প্রতি ইউআইডিএআই এই সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্রের কাছে। সেই প্রস্তাবে ‘অপট আউট’ অপশন যুক্ত করার কথা বলা হয়েছে। সেই অপশনের মাধ্যমে একজন নাগরিক নিজের বায়োমেট্রিক তথ্য মুছে ফেলতে পারবেন। ফলে ব্যক্তি গোপনীয়তার অধিকার ভঙ্গের দায় আর পুরোপুরি আদার কর্তৃপক্ষের উপর থাকবে না। প্রথমে ভাবা হয়েছিল, যাদের সদ্য ১৮ বছর পেরিয়েছে, তাদের ওই অপশনের মাধ্যমে ৬ মাসের সময়সীমা দেওয়া হবে। পরে যদিও সব নাগরিকদের জন্য বিষয়টি উম্মুক্ত করে দেওয়ার প্রস্তাব ওঠে। তাহলে, নাগরিকরা যেসব আধার ভিত্তিক সরকারি পরিষেবা পেয়ে থাকেন, সেগুলির কী হবে? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। যদিও গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট আধারে নিয়ে একগুচ্ছ নির্দেশ দিয়েছিল৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ফোন নম্বরের সঙ্গে আধার যোগ আবশ্যিক নয় বলেও জানানো হয়৷ সূত্রের খবর, আপাতত প্রস্তাবটি আইনমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। সেখানে বিষয়টি বিবেচনা করে দেখা হবে। এক থেকে দুই মাসের মধ্যেই বিষয়টি পরিস্কারভাবে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 17 =