Mahindra Thar XUV: নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে Mahindra XUV700 ও Thar

Mahindra Thar XUV700 facelift মুম্বই:  বিগত কয়েক বছরে লক্ষণীয়ভাবে ভারতের বাজারে বেড়েছে চারচাকা গাড়ির চাহিদা। দেশের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়নের সাথে সাথেই ক্রয় ক্ষমতা বেড়েছে মধ্যবিত্তের। হ্যাচপ্যাক…

Mahindra Thar XUV700 facelift

Mahindra Thar XUV700 facelift

মুম্বই:  বিগত কয়েক বছরে লক্ষণীয়ভাবে ভারতের বাজারে বেড়েছে চারচাকা গাড়ির চাহিদা। দেশের অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়নের সাথে সাথেই ক্রয় ক্ষমতা বেড়েছে মধ্যবিত্তের। হ্যাচপ্যাক ও সেডান মডেলের গাড়িগুলোর পাশাপাশি মিড রেঞ্জের SUV এখন বেশ জনপ্রিয় দেশের গাড়ি প্রেমীদের কাছে। এবার মাহিন্দ্রা সংস্থার দুটি সর্বাধিক বিক্রিত SUV মডেল থার এবং XUV700 আত্মপ্রকাশ করতে চলেছে নতুন রূপে।

থার এবং XUV700 নিয়ে বড় আপডেট : Mahindra Thar XUV700 facelift

সাম্প্রতিক বছরগুলিতে দেশের গাড়ি বাজারে ঝড় তুলেছে মাহিন্দ্রার থার, এক্সইউভি৭০০, স্করপিও এন, এক্সইউভি ৩এক্সও এবং থার রক্স-এর মতো মডেলগুলি। এবার মাহিন্দ্রা তাদের অন্যতম দুটি জনপ্রিয় SUV মডেল থার এবং XUV700-কে নিয়ে আসতে চলেছে নতুন রূপে। অটোকার ইন্ডিয়ার একটি রিপোর্ট দাবি করেছে, থার এবং XUV700 মডেল দুটির ফেসলিফ্ট সংস্করণ আসতে চলেছে ২০২৬ সালের মধ্যেই।

Mahindra Thar

নতুন রূপে XUV700 এবং থার : Mahindra Thar XUV700 facelift

২০২০ সালে ভারতের বাজারে লঞ্চ হয় থার। ঠিক তার পরের বছরই XUV700 লঞ্চ করে মাহিন্দ্রা। ক্রমেই ভারতের SUV সেগমেন্টে জনপ্রিয়তা বাড়তে থাকে মাহিন্দ্রা সংস্থার এই দুই SUV-র। তবে সময়ের সাথে তাল মিলিয়ে খুব শীঘ্রই এই দুই এসইউভি মডেলের ফেসলিফ্ট নিয়ে হাজির হতে চলেছে মাহিন্দ্রা। সূত্রের খবর, এই দুই মডেলের লুকসের ক্ষেত্রে বেশ কিছু বদল ঘটাতে পারে সংস্থা। আরও স্পোর্টি এবং ক্লাসি লুকসের জন্য কসমেটিক পরিবর্তন আনা হতে পারে এই দুই মডেলে। গাড়ি বিশেষজ্ঞদের মত, XUV700 সাসপেনশনের সমস্যাগুলি মেটাতেও বাড়তি জোর দিতে পারে মাহিন্দ্রা। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, XUV700 মডেলটিতে LED হেডলাইট সেটআপ, নতুন গ্রিল ডিজাইন এবং বাহ্যিক কিছু পরিবর্তন আশা করতে পারেন গাড়ি প্রেমীরা।

Mahindra Thar XUV700 facelift

বিশেষজ্ঞদের ধারণা, মাহিন্দ্রার সাম্প্রতিক ফাইভ-ডোর থার রক্সের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন থার ফেসলিফ্টে আসতে পারে বেশ কিছু কসমেটিক আপডেট। ডাবল-স্ট্যাকড স্লট সহ নতুন ফ্রন্ট গ্রিল, হেডলাইট এবং টেল-ল্যাম্পে সি-আকৃতির এলইডি উপাদান, নতুন নকশার ফ্রন্ট ও রিয়ার বাম্পার এবং নতুন অ্যালয় হুইলের সাথে আরও আকর্ষণীয় ভাবে নতুন করে আত্মপ্রকাশ করতে পারে থার।

Mahindra Thar

চাকরি বাতিল মামলায় সুপ্রিম স্বস্তি রাজ্যের, ৩১ ডিসেম্বর পর্যন্ত বড় নির্দশ

WBJEE 2025: অ্যাডমিট কার্ড প্রকাশ আজ, জানুন কীভাবে ডাউনলোড করবেন

JEE Main result: রেজাল্ট লাইভ! স্কোর দেখবেন যেভাবে

টার্ম ইনসিওরেন্সে ডিসঅ্যাবিলিটি রাইডার: শুধুই মৃত্যু বীমা নয়, এখন আরও বিস্তৃত আর্থিক সুরক্ষা

মাছ, মিষ্টি & More : কেন মাছ বাঙালির জন্য শুধু খাদ্য নয়, একটি শুভ জিনিস