LPG গ্যাসের দাম এক ধাক্কায় ৪২ টাকা বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি: ভারত-পাক যুদ্ধের আবহে রান্নার গ্যাসের দাম একধাক্কায় অনেকটাই বাড়াল কেন্দ্র৷ বাড়ল ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন গ্যাসের দাম৷ শুক্রবার ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে ২.০৮ টাকা৷ এ মাস থেকেই নতুন এই দাম কার্যকরী হবে৷ ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল প্রতি সিলিন্ডারে ৪২.০৫ টাকা৷ নতুন দাম যথাক্রমে ৪৯৫.৬১ টাকা ও ৭০১.৫০ টাকা ধার্য হয়েছে৷ গত তিন মাসে লাগাতার

3 stocks recomended

LPG গ্যাসের দাম এক ধাক্কায় ৪২ টাকা বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি: ভারত-পাক যুদ্ধের আবহে রান্নার গ্যাসের দাম একধাক্কায় অনেকটাই বাড়াল কেন্দ্র৷ বাড়ল ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন গ্যাসের দাম৷ শুক্রবার ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে ২.০৮ টাকা৷ এ মাস থেকেই নতুন এই দাম কার্যকরী হবে৷

ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বাড়ল প্রতি সিলিন্ডারে ৪২.০৫ টাকা৷ নতুন দাম যথাক্রমে ৪৯৫.৬১ টাকা ও ৭০১.৫০ টাকা ধার্য হয়েছে৷ গত তিন মাসে লাগাতার গ্যাসের দাম ছিল নিম্নমূখী৷ এবার ভোটের মুখে একধাক্কায় অনেকটাই বাড়ল গ্যাসের দাম৷ নয়া এই দাম কার্যকর হওয়ায় মার্চ মাস থেকে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকি ঢুকবে ২০৫.৮৯ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − nine =