আরও মহার্ঘ রান্নার গ্যাস, উধাও ভর্তুকি! বিপাকে জনতা

আরও মহার্ঘ রান্নার গ্যাস, উধাও ভর্তুকি! বিপাকে জনতা

3 stocks recomended

কলকাতা: করোনা মহামারীর আবহে মুখ থুবড়ে পড়েছে আন্তর্জাতিক বাজার৷ হু হু কমছে আন্তর্জাতিক বাজারে তেলের দম৷ বিশ্ববাজারে জলের থেকেও সমস্ত জ্বালানি তেলের দাম৷ বিশ্ব বাজারে মন্দার কারণে কিছুটা কমেছে রান্নার গ্যাসের দাম৷ কিন্তু, আনলক ওয়ান পর্বের প্রথম দিনে মধ্যবিত্তিতের পকেট কেটে ফের চড়ল সিলিন্ডারের দর৷ গত মে মাসে দাম কমায় নতুন করে কোনও ভর্তুকি পাননি গ্রাহকরা৷ এবার গ্যাসের দাম বাড়লেও আদৌও সেই ভর্তুকি পাওয়া যাবে না কি না, তা নিয়ে কোনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি৷

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও আজ পয়লা জুন থেকে কলকাতায় ভর্তুকিবিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের বাজার দর দাঁড়িয়েছে ৬১৬ টাকা৷ দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের তুলনায় সব থেকে বেশি৷ গত মে মাসের তুলোনায় সিলিন্ডারের দাম বাড়েছে ৩১ টাকা ৫০ পয়সা৷ ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম এক ধাক্কায় ১০৭ টাকা ৫০ পয়সা বাড়ানো হয়েছে৷ মোট দাম দাঁড়িয়েছে ১ হাজার ১৯৩ টাকা ৫০ পয়সা৷

ভর্তুকিযুক্ত গ্যাসের দামে কোনও পরিবর্ত হয়নি৷ ফলে, চলতি মাসে ১৪.২ কেজি সিলিন্ডার পিছু ৫৮৪.৫০ টাকা গুনতে হবে গ্রাহকদের৷ গত এপ্রিল মাসের তুলোনায় ১৯০ টাকা কম৷ এপ্রিল সেই দাম ছিল ৭৭৪.৫০ টাকা৷ কিন্তু, দাম কমলেও মিলবে ভর্তুকি?

রান্নার গ্যাসে কত টাকা ভর্তুকি মিলবে সেই হিসাব আগে লেখা থাকত রসিদে৷ কিন্তু, মাস ৫ হল, তা তুলে দেওয়া হয়েছে৷ ফলে, গ্যাসে কত টাকা ভর্তুকি পাওয়া যাচ্ছে, তা জানতে পারছেন না গ্রাহকরা৷ জানতে গেলে ব্যাংকের অ্যাকাউন্ট ঘেঁটে দেখতে হচ্ছে, কোন মাসে কত টাকা ভর্তুকি পাওয়া গিয়েছে৷গ্রাহকদের অভিযোগ, গত বছর থেকে ফি মাস পর্যন্ত ধাপে ধাপে বেড়েছে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম৷ ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়লেও সেই অর্থে মেলেনি ভর্তুকি৷ কোনও মাসে রান্নার গ্যাসের দাম না বাড়লেও মধ্যবিত্তের ভর্তুকির অঙ্কে কোপ পড়েছে৷

কিন্তু, এখন করোনা প্রভাবে গ্যাসের দাম কমেছে বটে, কিন্তু আদৌ মিলবে ভর্তুকি? কোনও কোনও গ্রাহককে মৌখিকভাবে জানানো হয়েছে, চলতি মাসে যে দরেব গ্যাসের দাম ঘোষিত হয়েছে, তাতে কোনও ভর্তুকি পাওয়া যাবে না৷ মিললেও নামমাত্র৷ তবে, কত টাকা ভর্তুকি দেওয়া হল, তা সঠিকভাবে এখনও জানানো হয়নি সংস্থার তরফে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *