ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতা-সহ অন্যান্য শহরে LPG সিলিন্ডারের নতুন দর কত?

কলকাতা: গত ২৩ জুলাই তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটের আগে অনেকটাই কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম৷ তবে বাজেটের পর…

কলকাতা: গত ২৩ জুলাই তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটের আগে অনেকটাই কমেছিল বাণিজ্যিক গ্যাসের দাম৷ তবে বাজেটের পর ফের উর্ধ্বমুখী এলপিজি।

প্রতি মাসের পয়লা তারিখেই রান্নার গ্যাসের নতুন দাম প্রকাশ করা হয়। রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন আগের মাসের গড় আন্তর্জাতিক মূল্যের ভিত্তিতে প্রতি মাসে দাম সংশোধন করে থাকে। তার ভিত্তিতেই মহার্ঘ হল রান্নার গ্যাস৷ যদিও বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রাখা হয়েছে। অর্থাৎ সিলিন্ডার প্রতি দাম থাকছে ৮২৯ টাকা৷ তবে আজ থেকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম সাড়ে ৮ টাকা করে বাড়ছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে কলকাতায়৷ মহানগরে ১৯ কেজি’র সিলিন্ডারের দাম পড়বে ১৭৭৩ টাকা। আগে যা ছিল ১৭৬৪ টাকা ৫০ পয়সা৷

রাজধানী দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬.৫০ টাকা বেড়ে হয়েছে ১৬৫২.৫০ টাকা।  মুম্বইতে ১৯ কেজির সিলিন্ডারের দাম সাত টাকা বেড়ে হল ১৬০৫ টাকা। চেন্নাইতে ১৯ কেজির এলপিজির দাম সাড়ে সাত টাকা বেড়ে হল ১৮১৭ টাকা।