আরও কমল রান্নার গ্যাসের দাম, EMI সংক্রান্ত বড় পরিবর্তন

আরও কমল রান্নার গ্যাসের দাম, EMI সংক্রান্ত বড় পরিবর্তন

নয়াদিল্লি: আজ গোটা দেশেজুড়ে শুরু হচ্ছে আনলক-৪৷ নয়া আনলক পর্বে রান্নার গ্যাস থেকে শুরু করে ঋণের ইএমআই নিয়েও বড় পদক্ষপ নিয়েছে কেন্দ্রের৷ মধ্যবিত্তের স্বস্তি দিয়ে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেশ কিছুটা কমানো হয়েছে৷ ঋণের উপর মোরেটোরিয়ামে পরিবর্তন আচ্ছে বলে খবর৷

আজ মঙ্গলবার থেকে কলকাতায় রান্নার গ্যাসের দাম কমে হয়েছে ৬২০.৫০ টাকা৷ আগস্টের তুলনায় দাম কমেছে ৫০ পয়সা৷ অন্যদিকে, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দামও বেশ খানিকটা কমে দাঁড়িয়েছে ১১৯৬.৫ টাকা৷ গত মাসের তুলনায় এবার দাম কমেছে দু’টাকার কাছাকাছি৷ লকডাউন পর্বে রান্নার গ্যাসের দামের খুব একটা পরিবর্তন হয়নি৷ তবে, আগস্টের আনলক পর্বে সাধারণ ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম যথাক্রমে ৫০ পয়সা ও এক টাকা করে বেড়েছি৷

করোনা সংক্রমণ রুখতে লকডাউন ঘোষণা করেছিল কেন্দ্র৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে ঋণের উপর মোরেটোরিয়ামের ঘোষণা করে আরবিআই৷ দু’দফায় মোট ৬ মাসের জন্য ইএমআই স্থগিত রাখার সুবিধা দেওয়া হয়েছিল আরবিআইয়ের তরফে৷ তবে, ইএমআই স্থগিত রাখা হলেও বাড়তি করের বোঝা চেপেছে ঋণগ্রহীতা উপর৷ যদিও এই নিয়ে মামলা চলছে শীর্ষ আদালতে৷ গত সোমবার শেষ হয়েছে আরবিআইয়ের মোরেটোরিয়ামের মেয়াদ৷ নতুন করে সেই মেয়াদ আরও বাড়তে পারে কিনা, তা নিয়ে ছিল জল্পনা৷ সূত্রের খবর, আপাতত সেই সুবিধার মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কার্যত নেই৷ অর্থাৎ আজ থেকে ইএমআই মেটাতে হবে ঋণগ্রহীতেদর৷ আর মোরেটোরিয়ামের ইএমআই স্থগিতের সুযোগ মিলবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *