অবসরের পর ১ লক্ষ টাকা পেনশন! কারা দিচ্ছে এমন সুযোগ?

অবসরের পর ১ লক্ষ টাকা পেনশন! কারা দিচ্ছে এমন সুযোগ?

3 stocks recomended

কলকাতা: প্রতি মাসে ১ লাখ টাকা পেনশন চান? একবার এলআইসি-র এই পলিসিতে বিনিয়োগ করলে অবসরের চিন্তা করতে হবে না আর৷ শুধুমাত্র সঞ্চয়ের উপর ভরসা করে অবসর জীবন কাটবে না কিন্তু
অবসরের পর আয় কোথা থেকে আসবে? এর জন্যই তো রয়েছে একের পর এক পেনশন স্কিম। কিন্তু আপনি কোনটা বাছবেন তা নির্ভর করছে আপনার অভিজ্ঞতা ও পকেটের জোরের ওপর৷ এলআইসি-র এমন এক পেনশন প্ল্যানের হদিশ দিচ্ছে আজ বিকেল৷ যেখানে বিনিয়োগ করতে পারলে প্রতি মাসে মিলবে ১ লাখ টাকা পেনশন৷ আসুন হিসেব বুঝে নিন৷ 

এলআইসি-র এমন কিছু স্কিম রয়েছে যেখানে কম টাকা বিনিয়োগ করেও ভাল রিটার্ন পাওয়া যায়। ফলে অবসর জীবনের জন্য নিশ্চন্তে কাটাতে পারেন গ্রাহক। এলআইসি দেশের সুপরিচিত জীবন বিমা কোম্পানি। বেশ কিছু স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করে গ্রাহক প্রতি মাসে ১ লাখ টাকা পেনশন পেতে পারেন। এলআইসি জীবন উৎসব প্ল্যান: এলআইসি সম্প্রতি জীবন উৎসব প্ল্যান নামে নতুন পলিসি নিয়ে এসেছে। নিশ্চিত রিটার্ন মেলে। সীমিত সময়ের জন্য প্রিমিয়াম দিতে হয়। এর সঙ্গে গ্রাহক ১০ শতাংশ আয়ের সুবিধাও পান। এই পলিসিতে ৫ থেকে ১৬ বছরের জন্য প্রিমিয়াম দিতে হয়। মেয়াদ শেষে প্রতি মাসে ১ লাখ টাকা পেনশন মেলে।

এলআইসি জীবন উৎসব প্ল্যান পলিসি হোল্ডার ডেথ বেনিফিটের সুবিধাও পান। অর্থাৎ পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে প্রাথমিক পরিমাণ বা বার্ষিক প্রিমিয়ামের ৭ গুণ, যেটা বেশি হয়, দেওয়া হয়। এছাড়া পলিসি হোল্ডার যদি দীর্ঘ সময়ের জন্য পলিসি চালিয়ে যেতে চান, তাহলে আয় হিসেবে মূল বিমা করা অর্থের ১০ শতাংশ দেওয়া হয়।

এখন প্রশ্ন হল, এত সুবিধা দেওয়া হচ্ছে যখন, প্রিমিয়ামও নিশ্চয় বেশি দিতে হবে। এলআইসি জীবন উৎসব প্ল্যানে বয়স এবং আর্থিক অবস্থার উপর নির্ভর করে প্রিমিয়াম নির্ধারিত হয়। যদি কারও বয়স ২৫ বছর হয় এবং তিনি ১০ লক্ষ টাকার বিমা চান এবং ১২ বছর প্রিমিয়াম দেন, তাহলে তাঁকে ২৫ বছর থেকে ৩৬ বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। প্রথম বছরে ৯২,৫৩৫ টাকা এবং দ্বিতীয় বছর থেকে ১২ বছর ৯০৫৪২ টাকা প্রিমিয়াম দিতে হবে। এরপর ৩৯ বছর থেকে ১০০ বছর পর্যন্ত টানা এক লাখ টাকা প্রিমিয়াম পাবেন পলিসি হোল্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =