একবার বিনিয়োগ করলেই মাসে মাসে মোটা টাকা পেনশন, প্রবীণদের জন্য দুর্দান্ত স্কিম LIC-র

কলকাতা: ভাবছেন বয়স বাড়ছে, অবসরের পর সংসার চালাবেন কী ভাবে? এবার সেই চিন্তার অবসান!  সরকারি জীবন বিমা কোম্পানি লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) বাজারে…

কলকাতা: ভাবছেন বয়স বাড়ছে, অবসরের পর সংসার চালাবেন কী ভাবে? এবার সেই চিন্তার অবসান!  সরকারি জীবন বিমা কোম্পানি লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) বাজারে নিয়ে এল দুর্দান্ত একটি স্কিম। এই প্রকল্পে একবার লগ্নি করলেই হল৷ অবসরের পর থেকে আমৃত্যু মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকবে পেনশন। কি এই স্কিম?

 

 

এলআইসির যে প্রকল্পটি চালু করেছে, তার নাম ‘সরল পেনশন প্ল্যান’। সরকারি হোক বা বেসরকারি সংস্থার  কর্মীরা প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি থেকে প্রাপ্ত অর্থ এখানে বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে প্রতি মাসে পেতে পারেন মোটা টাকার পেনশন৷

 

সরকারি জীবন বিমা কোম্পানির ‘সরল পেনশন প্ল্যান’-এ বিনিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বয়স হবে হবে ৪০৷ সর্বোচ্চ ৮০। ন্যূনতম  ১২ হাজার টাকায় এই প্রকল্পটি চালু করা যেতে পারে। তবে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। চাইলে আমানতকারীরা 3 মাস বা 6 মাসেও লগ্নির টাকা জমা দিতে পারেন। একবারে পুরো টাকা দিতে চাইলেও সমস্যা নেই৷

 

এলআইসির হিসেব অনুযায়ী, যদি কোনও ব্যক্তি ৪২ বছরে ৩০ লক্ষ টাকা লগ্নি করেন, তা হলে প্রতি মাসে ১২,৩৮৮ টাকা পেনশন পাবেন৷ ‘সরল পেনশন প্ল্যান’-এ ঋণও নিচে পারবেন গ্রহকরা। তবে প্রকল্প চালু হওয়ার প্রথম ৬ মাসের মধ্যে লোন মিলবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *