দিওয়ালিতে পকেট বাঁচাতে চান, তাহলে দেখে নিন এই টিপসগুলি

দিওয়ালিতে পকেট বাঁচাতে চান, তাহলে দেখে নিন এই টিপসগুলি

3 stocks recomended

নয়াদিল্লি: দিওয়ালি মানেই আলোর উৎসব৷ দিওয়ালি মানেই উপহারের সম্ভার৷ প্রচুর কেনাকাটা৷ কিন্তু যতই কেনাকাটার প্ল্যানিং করা হোক না কেন শেষ মুহূর্তে যেন কিছু বাকি থেকে যায়৷ শেষ মুহূর্তের এই কেনাকেটার জন্যও আমাদের পরিকল্পনা করে রাখা উচিত৷ 

ইএমআই-তে কেটাকাটা করাটা খুবই খারাপ  ধারণা: খরচের জন্য ধার নেওয়ার আইডিয়াটি মোটেই ভালো নয়৷ রাইডিং দ্য রোলার কোস্টারের লেখক তথা বক্তা এবং ব্যক্তিগত অর্থ প্রশিক্ষক অমিত ত্রিবেদী বলেছেন, বহু ব্যাঙ্ক আপনাকে কেনাকাটা করার জন্য ইএমআইতে ঋণ দিতে চাইবে৷  কিন্তু এটি আপনার আর্থনৈতিক স্বার্থের জন্য অত্যন্ত ক্ষতিকারক৷ 

ডিসকাউন্ট ব্যবহার করুন: এর জন্য সবার আগে আপনার প্রয়োজনীয় জিনিসগুলির একটি তালিকা তৈরি করে ফলতে হবে৷ অর্থাৎ উৎসবের মরসুমের আগেই এটা বানিয়ে ফেলুন৷ এর পর ব্র্যান্ডগুলো যখন ছাড় দিতে শুরু করবে তখনই কেনাকাটা শুরু করুন। এতে আপনি বেশ কিছু কেনাকাটায় ফয়দা নিশ্চিত ভাবেই পাবেন এবং অনেক টাকা বাঁচাতে পারবেন। শেষ মুহূর্তের তালিকা যতটা সম্ভব ছোট করার চেষ্টা করবেন৷ 

ব্যয় করুন কিন্তু সচেতন ভাবে: আপনার যদি ব্যয় করার ক্ষমতা থাকে তাহলে দয়া করে বাইরে যান এবং ব্যয় করুন। সেবি’র বিনিয়োগ উপদেষ্টা এবং হোরাস ফিন্যান্সিয়াল কনসালট্যান্টের প্রধান কৌশলবিদ চেন্থিল আইয়ার বলছেন, আপনি ব্যয় করলে অর্থনীতিকে আবার পুরনো ট্র্যাকে ফিরে আসবে৷ 

জামাকাপড়ের জন্য কম খরচ করুন: অতিমারির জেরে বহু জামা কাপড়ই আমাদের ওয়াড্রবে বন্দি হয়ে রয়েছে৷ তাই এই বছরের জন্য আইয়ারের পরামর্শ, কেউ যদি সত্যিই খরচ কমাতে চান, তাহলে তাঁদের জামা-কাপড় কম কেনা উচিত৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 8 =