নয়াদিল্লি: আরও এক দফায় আয়কর রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়াল কেন্দ্র৷ আরও ১ মাস রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বাড়ানোর ঘোষণা আয়কর দপ্তরের৷ আগামী ৩১ অগাস্ট পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে৷ চলতি মাসের ৩১ তারিখ ছিল রিটার্ন জমা দেওয়ার শেষ দিন৷
এবার আয়কর বিভাগের তরফে কিছু নির্দিষ্ট শ্রেণির আয়করদাতাদের জন্য আইটিআর ফর্ম চালু করেছে৷ আয়কর বিভাগের আইটিআর-১, আইটিআর-২, আইটিআর-৩ ও আইটিআর-৪ ফর্মগুলি এক্সএমএল ফাইল হিসাবে ডাউনলোড করা যাবে৷ এই প্রাক-ভর্তি ফর্মগুলিতে চলতি আর্থিক বছরে করদাতাদের দ্বারা প্রদত্ত আয় ও করের বিশদ বিবরণ দেওয়া থাকবে৷
Central Board of Direct Taxes (CBDT) extends the due date for filing of Income Tax Returns from 31st July to 31st August, 2019. pic.twitter.com/GUx3Tox9dP
— ANI (@ANI) July 23, 2019
The Central Board of Direct Taxes (CBDT) extends the ‘due date’ for filing of Income Tax Returns from 31st July, 2019 to 31st August, 2019 in respect of certain categories of taxpayers who were liable to file their Returns by 31.07.2019.
— Income Tax India (@IncomeTaxIndia) July 23, 2019
কাদের এই আয়কর রিটার্ন ফাইল করতে হবে? যে ব্যক্তিদের বার্ষিক আয় ২.৫ লক্ষ বা তার বেশি টাকা, আয়কর দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী তাঁদেরই আয়কর ফেরত দেওয়ার প্রয়োজন পড়ে৷ ওদিকে প্রবীণ নাগরিকদের জন্যে এই আয়কর সীমা বেড়ে ৩ লক্ষে দাঁড়ায়৷ প্রবীণ নাগরিকদের জন্যে এই আয়কর প্রদানের সীমা আরও বেড়ে হয় বার্ষিক ৫ লক্ষ টাকা৷ আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর জমা না দিলে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে এবং তাঁর কড়া শাস্তিও প্রাপ্য৷
দেখে নিন আপনি আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টাল incometaxindiaefiling.gov.in-এর মাধ্যমে কিভাবে অনলাইনে আয়কর জমা দেওয়ার জন্যে ফাইল করতে পারেন:
প্রথম ধাপ: যাঁরা আয়কর রিটার্ন দাখিল করতে চান তাঁদের প্যান ব্যবহার করে আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টাল incometaxindiaefiling.gov.in-এর সাথে রেজিস্টার করাতে হবে৷
দ্বিতীয় ধাপ: এবার তাঁদের আয়কর ও জমা সহ সুদ বিষয়ে বিস্তারিত তথ্য সাবমিট বা জমা করতে হবে৷
তৃতীয় ধাপ: আয়কর রিটার্ন জমা দেওয়ার পর ওই ব্যক্তিদের তাঁদের আয় যাচাই করে দেখতে হবে৷ সেটা ইলেক্ট্রনিক ভেরিফিকেশন কোড (ইভিসি) বা আধার ওটিপি বা ডিজিটাল স্বাক্ষর সার্টিফিকেট ব্যবহার করে করা যেতে পারে৷