কলকাতা: আগামী ৩০ জুনের মধ্যে দাবি পূরণ না হলে এবার পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি কলকাতার অ্যাপ ক্যাব চালকদের৷ জট না কাটলে পরিষেবা বন্ধ রেখে বড়সড় আন্দোলেনর ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ওলা-উবের অপারেটর্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন৷ কিন্তু, কী কারণে এই হুঁশিয়ারি? কী দাবি অ্যাপ ক্যাব সংগঠনের?
চালকদের অভিযোগ, কম কমিশনে তাঁদের গাড়ি চালাতে বাধ্য করা হচ্ছে৷ আটকে রাখা হচ্ছে পরিচয়পত্র৷ গত বছর ডিসেম্বরে কমিশন বৃদ্ধির প্রতিবাদে দু’দিন পরিষেবা বন্ধ রাখার পর আশ্বাস মিললেও মেটেনি সমস্যা৷ সার্জ প্রাইসের খুবই সামান্য অংশ তাঁদের দেওয়া হচ্ছে৷ কর্তৃপক্ষ যদি তাঁদের কমিশন না বৃদ্ধি করে ফের পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে৷ এর আগে এই একই দাবিতে এপ্রিল মাসজুড়ে গাড়ির এসি বন্ধ রেখেই পরিষেবা দেন চালকরা৷
অ্যাপ ক্যাব সংগঠনের দাবি, অন্য ক্যাব কোম্পানিগুলির সর্বাধিক ২কিলোমিটের মধ্যে যাত্রী ব্যবস্থা করতে হবে৷ হঠাৎ করে আগাম নোটিস ছাড়া আইডি ব্লক করা যাবে না৷ কমিনশের বিষয়ে সুর্দিষ্ট আলোচনা করতে হবে৷ যাত্রীদের অভিযোগ ভেরিফিকেশ না করে কোনও রমক ব্যবস্থা নেওয়া যাবে না৷ পেমেন্টের লিখিত বর্ণনা-সহ সপ্তাহের টাকা সপ্তাহে দিতে হবে৷ সার্ভিসের সময় দুর্ঘটনা ঘটলে কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে৷ আর তা না হলে পরিষেবা বন্ধ রাখারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে খবর৷